পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XX8 গোবিন্দ লীলামৃত । নিকটে তেহ তৎকাল আইলা । সাটোপ তৰ্জ্জন করি কহিতে লাগিলা। পরস্ত্রী সঙ্গমে রত মূৰ্ত্ত যে তোমার। সতীব্রত ধৃংস কাৰ্য্য কর সর্বকাল। এখা হৈতে যাও তুমি এথা নাহি কায ! ধৃষ্টত ছাড়হ এই সতীর সমাজ। স্নান করিয়াছে ধনী মিত্ৰ পুজিবারে। অপবিত্র নাহি কর পরশিয়া ছলে৷ সুমানস সরোবর তটে শৈব্য যে আসিয়া নিজাধরামৃত পানে তোমা উন্মাদিয়া। বংশী হরি লইল সেই অবকাশ পাঞ। তুলসী আছয়ে সাক্ষী পুছহ ডাকিয় ৷ খল লোক করে চুরি ফলে সাধু জনে। শৈব্য চুরি করে বংশী দোষ দেও আনে। এত কহি দৃগেঙ্গিতে তুলসী দেখায়। রাইকে ছাড়িয়া কৃষ্ণ তুলসী কে চায় ৷ শ্রীরাধিক শ্লথ পাঞা হইলা বাহিরে। জলদে বাহির যেন হৈলা সুধাকরে।তবেত তুলসী দেবী আনিয়াগো পনে। ৰূপমঞ্জরীকে বংশী কৈল সমর্পণে। তুলসীকে কৃষ্ণ । তবে আসিয়া ধরিল। সকম্প পুলক তার শরীরে ভরিল। হস্তঞ্জলি করি নিজ বদনে ধরিয়া কহয়ে তুলসী তবে অতি দীন হঞা । হাহা কৃপাময় ভূয়া নিছনি যাইয়ে । আমি তুয়া দাসী স্পর্শে অযোগ্য হইয়া। এতেক আগ্রহ কর যাহার লাগিয়া । বংশী নাহি মোর স্থানে কহিনু ডাকিয় ৷ শৈব্যা করে সে বংশীক দেখিয়াছি আমি। অতএব ছাড ক্লষ্ণ আম! রেত তুমি। এক কহি চক্ষুদ্বারে-ইঙ্গিত করিল। ঐৰূপমঞ্জরী স্থানে বংশী জানাইল । ইঙ্গিত পণ্ডিত। তবে শ্ৰীৰূপমঞ্জরী। ললিত হস্তুেতে বংশী সমপণ করি । অলক্ষিতে কৃষ্ণ আসি ধরিল তাহারে । নিজ বাহু পাশে তারে দৃঢ় বন্ধকরে । বংশী বিচারয়ে কুচপটির অন্তরে। নাপাইয়া কহে কোথা খুইলা বংশীরে । কহিতে লাগিলা তবে শ্ৰীৰূপমঞ্জরী। মানা না শুনি