পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত l ১২৭ গোবিন্দ ইঙ্গিত তারা জানে ভালমতে । তার ইচ্ছা লাগি অঙ্গ লাগিল। বণিতে। ভঙ্গি করি ললিতিক কুন্দলত দেখি । বর্ণনা করয়ে লতা হৈয়া বড় সুখি। কুন্দলত অঙ্গে তৰে .দেখি ভোগ চিহ্ন। সে মধুসূদন কৈলা ভোগ পরবিন। অদ্ভুত কথা এই স্থলে উপজায়া । করায় বর্ণন ধনী হরষপ ইয়া । পৃথিবীতে শিবলিঙ্গ,এক চন্দ্র ধরে। তাহাকে জিনিতে রাই কুচ কুম্ভবরে । নখাঙ্কের ছলে কিবা ধরে চন্দ্ৰগণ । উৎপেক্ষা অতিশয় সুন্দর বর্ণন । কৃষ্ণ সুখ লাগি ভাবে বি শাখা সুন্দরী কহে হাসি দন্ত পংক্তি ৰিকশিত করি । রাধ কুচ কুম্ভেতে য়ে সকলঙ্ক চন্দ্র। দিনে মুন সদা ক্ষয় অতিশয় মন্দ ৷ সদা পূর্ণ সুশীতল অত্যন্ত সুগন্ধ। ক্লষ্ণ কর নখ বিধু ধরে অকলঙ্ক ৷ বিশাখার বাক্যে অতি সুভৃগু হইয়া। চম্পক লতিকাকহে কৃষ্ণে সুখ দিয়া। কৃষ্ণ পাদপদ্ম নৃত্য চিকু নাগ মাথে। দেখি করাখুজে কৃষ্ণেস্পন্ধাইল তাতে ॥রাধিকার কুচ পদ্ম নারঙ্গ উপরে। নটন করতে নখ ক্ষতচিহ্ন ধরে। তাহ শুনি স্ত্রীর শ্রেষ্ঠ চিত্র সুবদনী কহিতে লাগিল কিছু মধুময় বাণী। আশ্চৰ্য্য কনকলতা তমাল আশ্রয়। ধরিল ক্রফল দুই তাতে পঙ্ক হয় । তমালের শাখা উপশাখার চালনে । কুচ শ্ৰীফলে কৈল বিচিত্র লিখনে। তাহ শুনি তুঙ্গবিদ্যা কহে হর্ষ পায়ে । সব প্রতি করে আর ধনী লজ দিয়ে । রাধি কার তমু বন আশ্চর্য্য শোহন । ষাহে কাম গজ করে নিত্য বিহরণ l৷ কষঃ হস্ত পদ্ম তাতে মাহুত আছয় । নখাঙ্কুশ, কুচ কুম্ভসে যে আকষয়। তাহাতে হইল ক্ষত দেখ বিদ্যমান। লেপন হইল স্বেদমদ কুন্ত স্থান। ইন্দুলেখা ইহা শুনি উল্লাস পাইয়া কহে দস্ত পংক্তি হাস্য চন্দ্র প্রকাশিয়া। রাই সুর