পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○ケ গোবিন্দ লীলামৃত । কহ কৃষ্ণ প্রণয়িনী অতিশয় কিব। সখী কহে রাই বিনু অন্যনা জানিবাপুনঃ কহে বল দেখি গোবিন্দ প্রেয়সী অনু পম গুণ কার কেবা গুণরাশি। সখী কহে রাই বিনু অন্য কেহ নহে। কৃষ্ণের যতেক সুখ রাধাতেই রহে। কেশে আছে সুকৌটিল্য নয়নে চাপল্য। কুচযুগে নিষ্ঠুরত্ব বড়ই প্রাবল্য ৷ কৃষ্ণ বাঞ্ছা পূৰ্ত্তি মাত্র সমর্থ রাধিক। সৌন্দৰ্য্য মাধুর্ঘ্য প্রেম গুণে সৰ্ব্বাধিক । পুরুষের শ্রেষ্ঠ কৃষ্ণ নারী শ্রেষ্ঠ রাধা । বিহরে জীবৃন্দাবনে পুরি নিজ সাধা ৷ দীক্ষ। নাহি করে রাই শিক্ষা নাহি করে। গুরু মুখে শ্রবণ পঠন না আচরে। তথা পিহ ত্ৰিজগতে অবলার গণ । রাধিকার স্থানে করে কলার শিক্ষণ । কলা রসসিন্ধু ধনী গোবিন্দ তোষণ । যহাতে বিস্ময় পায় পতিব্ৰতা গণ। কৃষ্ণ লাগি নিজ কুলধৰ্ম্ম যে তেজিল । কৃষ্ণ লাগি নারী ধৰ্ম্ম পতি তেয়াগিল ৷ তথাপিহ সতীগণ বাঞ্ছে রাধা রীত। চিত্রশীল বিধি কৈলা রাধিক চরিত। শয়ন জাগরে কিবা নিদ্রাতে রাধার। মন বপু বাক্যেন্দ্রিয় কৃষ্ণময়ী যার সফর কুরঙ্গী আর চকোর খঞ্জন। আম্ভোজ ভ্রমর ক্সার নীলোৎপলগণ। মদন বিশিখ আদি কতেক প্রকারে । কৃষ্ণ চিত্ত ধৈর্য্য যত এই সব ইরে । রাধিকার সাহজিক নয়ন নৰ্ত্তনে হরে কৃষ্ণ চিত্ত আর এই সব জিনে ॥ চকোর চাতক আর সরোজিনী গৰ্ব্ব । সদা একতনু আত্মা এই অতি খৰ্ব্ব ॥ শুন রাধে গোবিন্দে যে তুয়া একতান। দেখি লুপ্ত হৈল তার যত গৰ্ব্ব মান। ঐশক্তি ভূশক্তি লীলাশক্তি আর সকল যুৱতীশ্রেষ্ঠ সঙ্গুণের সার। তিন হৈতে শ্ৰীশক্তি সৰ্ব্ব শ্রেষ্ঠ জানি। তাহ হইতেও শ্রেষ্ঠ গোপাঙ্গনা মানি । তাহ হৈতে শ্ৰেষ্ঠ বুঝি সৰ্ব্ব যুথনাথ। তাহ হৈতে শ্রেষ্ঠ চন্দ্রাবলী সৰ্ব্ব