পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত । S(t: মানি দোহে নাচে শিখিগণ ॥ মল্লিক কুসুম কোলে আছে অলিগণ। যুথি নিজ গন্ধ বেগে করে আকষর্ণ। ৰন সব এই দেখবষ ঋতু সম। যুথেং ভূঙ্গ ভঙ্গী ঘন মেঘ যেন আকাশ ভুবন দুই জলে প্লত হয়ে নীপাৰ্জ্জুন বৃক্ষ পুষ্পে ব্যাপ্ত হঞা রহে। আনন্দে করয়ে গান পিক কুল যত । দাভূহ চাতক সব ডাকে অবিরত । টিটী পক্ষ শব্দ” করে কেকা কেকী ধূনি। হরিষে ডাকয়ে দেখ কত বকশ্রেণী ৷ ভেক সব শব্দ করে অতি উচ্চতর। গলা পুষ্ট করি ডাকে আনন্দ অন্তর ॥ দেখ বষর্ণ ঋতু আইল সখী বেশ ধরি। মেঘাবলি নীল বাস পরিধান করি। বক পংক্তি ধরে অঙ্গে মুক্তাহার যেন। ইন্দ্র ধনু অঙ্গে দিল অঙ্গ অভরণ ৷ এইৰূপে বেশ করি সেবা করি বারে। সামগ্ৰী লইয়া আইল দোহ। সেবিবারে । কদম্ব কুসুম মালা গৰ্ভক কেশরে । কেতকী কুসুম দল কিরীট উপরে ॥ রঙ্গন টঙ্কন যুধি পুষ্প হারগণ। অর্জুন কুসুম পদে কৈল সম পণ। তালফল জয় ফল সুপক্‌ খৰ্জ্জুর। উরোজ অলকা ভূয়ী প্রিয়াঙ্গুলি তুল। এসব দেখহ আগে আনিয়া ধরিল। দেখি রাধাকৃষ্ণ চিত্তে আনন্দ বাঢ়িল. কেবা কৃষ্ণ বিনু জানে লীলা রস গণ। কেবা লীলা স্থল জানে বিনা ব্ৰজজন। দাত্ত্বাহ করয়ে এই ধূনি রাত্ৰি দিব। কোবা কোবা ৰুবা২ শব্দ বোলে কিব ! সদা কৃষ্ণ ঘন লীলা রস বরিষয় । সদা বর্ষর্ণ ঋতু অৰে সৰ্ব্ব সুখময়। তাহ বিনু কেবা মেঘ কখন বরিষে। বর্ষর্ণ কাল কেব। সেই রহে দুই মাসে ৷ কেক কৈক শব্দ, ছলে যত ভেকগণ । বৰ্ষৰ্ণ ঋতু নিন্দে আর যত মেঘগণ । পুষ্প মধুঅবে সেই জল বরিষয় । মধ্যকর পুঞ্জ সব মেধাবলী ময় ৷ আগে কদম্বের বাটা ছুদিনের প্রায়। ময়র ময় রী