পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত l >(t^○ তরুণ মাঙ্ক রে । কিশোরীর প্রায় কান্তি দেখ বৃক্ষপুরে জাতি পুষ্প দেখিযুথী ত্যাগ কৈলঅলিমুল্ক প্রায়জাতিফুলে বিহরয়ে মেলি। প্রবীণ হইল গুঞ্জা শোণ বর্ণ হয় । ময়ূরের পাখা সব পড়িল খসিয়া। কাশীয়ার ফুলে মহি শ্বেতমা হইল । মক হৈলশিখ সব শব্দ তেয়াগিল হংস পংক্তি ডাকে অতি হরষিত হঞা আইল শরত ঋতু এই শোভা লঞ । সেফালিকা পুষ্প দেখ অতি মনোরম। ভ্রমরা পরশে যারে পড়ে সেইক্ষণ যেন আমি পূৰ্ব্বে সখীগণ পরশিতে। চকিত হইঞ সবে যায় চারিভিতে। তবে কুন্দলত বলে দেখ অদভূতে । সখী প্রায় এই ঋতু হৈল বিভূষিতে ৷ চঞ্চল খঞ্জন আখি অন্ধ,জ বয়ানী । চঞ্চল অলকা অলি কুচ কোক জানি। শ্বেত মেঘ বাস রক্ত উৎ পল অধরা। কিঙ্কিণী সারস পুনি নীলোৎপল মালা । দেখ দোহার সেবা লাগি শরত আইলা। নানান সামগ্রী এই আগে ত ধরিল । অঙ্গনী সহিতে অলঙ্কারের কারণু - জাতপুষ্প দেই আর কৈরবাদি গণ ॥রক্তোৎপলু ইন্দীবর উত্তংস লাগিয়৷ কুঞ্জ গৃহে শয্যা পুষ্প সেফালি পাড়িয়৷ শরত সামগ্রী এই নিরমাণ করি । পথ নিরীক্ষণ করে দোহ ད་ལ། ཝ། হেরি। পুষ্প গন্ধ মত্ত হস্তি তয়,শ্বেত ঘন কাশিয়ার ফুল শ্বেত চামর মোহন কন্দৰ্পে উন্মত্ত যত বৃষ বৃন্দ সঙ্গে । কন্দৰ্প বারণ বহে মনোহর রঙ্গে। অম্বরে সারস ধূনি কিঙ্কিণী বাজায়। মরালাদি পক্ষ ধনি ঘণ্টা শব্দ হয়। এইৰূপে হৈল শরত কালের বিজয় । দোহা সেবা লাগি এই মহোৎসুক হয় ॥শরত কাল হয় যেন এ লক্ষীনাথ অঙ্গ। লালিত কমলাকরে হংস কুল সঙ্গ ৷ তাতে চক্ৰবাক অতি বিলাস করয়ে। এইৰূপে কুদলতা ছল্পে সব কহে পকামত ফল বৃক্ষ তলে সবে গেল। তাহার উপরে