বিষয়বস্তুতে চলুন

পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত । ›ጫ› গন্ধ চূর্ণ অনেক লইয়। সুদেবী রঙ্গদেবী উঠে হিদোল ধরিয়া কমে যার যেই সেবা সে তাহা করিলা । পুৰ্ব্ব দল আদি করি ললিতা বসিলা । রাধাকৃষ্ণ মধ্যে সখী অষ্টদিগে বৈসে। সেখানে হইল এক আশ্চর্য্য প্রকাশে। সবে জানে কৃষ্ণ রাধা অামারি সম্মুখে। আম ভাল বাসে দুহু না হয় বিমুখে। অথবৃন্দ কুদলতাতলেত থাকিয় দোলায় হিন্দোল। অতি সতেজ করিয়া । সহস রাধিক কান্তি পড়ে সখীগণে । প্রতিবিম্ব ছলে কৃষ্ণ সখীপাশ্ব স্থানে রাধাকৃষ্ণ সখীগণ হিন্দো লা উপরে যেশোভাইইল তুল্য নাহিক দিবারে সূর্য্যের মঞ্জ ল যদি মেষে না ঢাকয়ে । নবায়ুদ রুহে বহু বিছালত রহে। মহাবায়, তাতে যদি সতত চালায়। তবে সে হিন্দোলা শোভা উপমাৰে হয় । রাধিক ইঙ্গিতে কৃষ্ণ ললিত ধরিয়া । দক্ষি ণাংশে বসাইল স্কন্ধে বাহু দিয়া । রাধিকার স্কন্ধে কৃষ্ণ বাম বাহুদিল । বিছুJল্লত মাঝে যেন জলদ রহিল ৷ এই মত বিশাখিকা আদি সখীগণ। সবারে দক্ষিণ অংশে কৈল এইমন তা সবে নাম্বিলেন হিন্দোলা হইতে দুইই রহে মাত্র কৃষ্ণের সহিতে । রাধিকাহে তলে আসি ঐছে দোলাইল । বলে ছলে সখী সঙ্গে কৃষ্ণে মিলাইল । রাধা কর্ণে লাগি তবে ললিতা হাসিয়া । দৈালারোহণ কৈল বহু মণ্ডলী হইয়া । বামপাশ্বের্ণ প্রিয়া কৃষ্ণের সখী দোল চালে ।. সেখানে দেখিল এক অতি মনোহরে। দুই গোপাঙ্গনা মধ্যে কৃষ্ণ যৈছে রাসে । হিন্দে লার মধ্যে তৈছে হৈল পরকাশে । সুবর্ণ পৰ্ব্বত যদি বাতাসে চালয়ে। প্রফুল্ল তমাল তরু তাহাতে উঠয়ে তাহ বেঢ়ি স্বর্ণ লতা প্রফুল্ল উঠয় । লতাকে বৃেষ্টিত যদি তমাল রহয়। এই ৰূপে মণ্ডলী বন্ধে সদা যদি চলে। তবে গোপী কৃষ্ণ দোল উপ