পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৮ গোবিন্দ লীলামৃত। করি খালি ষে রাখিল । রাধিকার দন্ত নখ খন্তি আদি দিয়া । সবরত্ন নিল তাহা খনন করিয়া ৷ পরবৃত্তি হরিনিল দেখি এই ফল । নিজ চিরন্তন যত নাশয়ে সকল । রাধিকার মুখপদ্ম চপল উপরে। আছয়ে চপল অতি দইনেত্ৰ বারে। ক্লষ্ণ মুখ পদ্মকোষে মধু যে আছয় । তাহার নয়ন আলি রক্ষা যে করয় তাহা লুটিবার মনে রহে মহাবীর । তৎকাল তাহার আগে হয়ে রহে স্থির । কৃষ্ণ নেত্র দুইবীর শ্রেষ্ঠ অনুমানি । রাধিকার নেত্ৰ বীর ভয় পাইল জানি ৷ নেত্রসৈন্য বীর ধৈর্য্য ভঙ্গ দিল যার। সৰ্ব্বাঙ্গের সৈন্য পাছে ভঙ্গ দিল তার। শ্রমজল ভরে ধনী ললাট উপরে ৷ চঞ্চল অলকাগণ হইল বিথারে । নিতন্থি নিম্পদ কুচ যুগ শ্বাসে চলে । কেশ কাঞ্চী নীৰিবন্ধ হইল শিথিলে । নয়নে অলস হৈল ভুজ দ্বন্দ মন্দ । পরাভূত হয়ে দেই কৃষ্ণেরে আনন্দ । কন্দৰ্প রাজার ধনী নিদেশ পাইয়া কৃষ্ণ আকৰ্ষিল নিজ পৌরস জানিয় । আপনেই অকস্মাৎ ভঙ্গ দিল রণে ইহাতে বিচিত্র নহে শুনহ কারণে । পুরুষ রসেত নহে অবলার সিদ্ধি। অতএব যে অবলা অবলাই বিধি শ্ৰমজল কণা স্নিগ্ধ নিম্পন্দ মুরতি । গলিত বসনে ভষা জপে তপে অতি ৷ কৃষ্ণের হৃদয় অঙ্গ পতিত হইল৷ এইৰূপে ब्लाई চক্ষু মুদিয়া রহিলা । নবায়ুদ মধ্যে যেন স্থির তড়িল্লতা । কুসুম শয়নে আছে মদন মোহিত ৷ নিশ্বাসে উদর ধনির চঞ্চল হইয়া । পুনঃ পুনঃ কৃষ্ণেদের পরশে যাইয়া । আনন্দ জড়তা কিবা হয়েছে তাহার। সেবার কারণে জাগাইছে বার বার । সেইত কারণে ধনী তমুর মাধুরী । দশন স্পর্শন ইচ্ছা হইল মুরারি । রাধিকার গ্লানি তনু সেবার কারণে । আগমন কৈল কৃষ্ণ ইচ্ছা সখীগণে । দোহা সঙ্গে সন্ধি করি