পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। るS রতি মন্দিরাঙ্গনে সে আসিয়া রহিল। কদম্বের বৃক্ষ হৈতে ময়ূর নাম্বল। তাওকি নাম তার নাচিতে লাগিল। কৃষ্ণে তে তাহার প্রেম কহনে নাযায় কৃষ্ণবর্ণ দেখি নাচে আনন্দ হিয়ায়। রঙ্গিণী হরিণী নাম রাধার সহচরী। কুঞ্জঘারে আই লানিজ পতি পরিহরি চঞ্চল নয়নে দেখে দুহু মুখ শোভা । মাধুর্ঘ্য দেখিয়া বাঢ়ে হৃদয়েরলোভা । সুরঙ্গ হরিণী আইল কৃষ্ণপ্রাণ যার । কুঞ্জ দ্বারেদেখে ক্লষ্ণ মাধুর্যের সার।তবে সখি গণেদেখি ছহুকাসুসমাঅন্যোনো কহে কথা মাধুরী ঘটনা। যথ1 রাগ । ত্রিপদী। তবে কৃষ্ণ উঠি বৈসে, মৃদু মন্দ২হাসে, করি নিজ বাহু প্রসারণে রাইরে আনিয়া কোলে, অখিভরে হর্ষজলে, মাধুর দেখয়ে ছনয়নে ॥ সখিহে দেখ রাধা মাধব পিরিতি। সব রাত্রি বিহরিলা, তথাপি ভূষিত ভেলা, প্রতিক্ষণ नदीन আরতি ॥ ধ্রু । ছলে রাই নিদ্রা যায়, চক্ষু নাহি প্রকাশয়, জাগিয়া আছয়ে অনুমানি। কৃষ্ণ নিরীক্ষয়ে শোভা, সঘন নয়ন । লোভ, ধনী চক্ষু প্রকাশে তখনি । প্রভাত কমল পারা, মুখপদ্ম মনোহয়,তাতে চক্ষু খঞ্জুন যুগল । তাহাতে যপ্ৰায় মান, রসের অলস কাম, অলিকে অলক ভঙ্গচল ॥,কৃষ্ণ চন্দ্র তাহ দেখি, দিয়া আপনার অখি, ভ্রমর যুগল মক্তরাজ পানকরে মুখ শোভ,মকরদ মনোলোভ, অতিশয় সভৃষ্ণার কায । তবে রাই উঠি বৈসে, বাহু দুই পরকাশে, অঙ্গী মোড়িয়া অঙ্গ মোড়ে বদনে উঠয়ে হাই, দর্শনকিরণ ছাই, দেখি কৃষ্ণ হরিষ বিহ্বলে ৷ তবে পুনঃ কৃষ্ণচন্দ্র, ইসে মূস্থ 1 R Il