পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। X(t পরশ, কেবল অমিয়া রস, পাইয়া আনন্দ সিন্ধু মাঝে । মগন হইল ধনী, দুলায় সম্বন পারি, অলস কুঞ্চিত চকুলাজে ॥ নাহং কহে ধনী, আনন্দে গদগদ বাণী, মুচক্লিং হাসে তায় । , দেখিয়া সখির অখি,হইল পরম সুখী, এযদুনন্দন দাসে গায় ৷ o - পয়ার প্রাতঃকাল হৈল দেখি শঙ্কা সখিগণে । প্রবষ্ট । হইল কুঞ্জে সহাস্য বদনে । কেহই আগে চলে কেহ২ মাঝে । " এইৰূপে হরিষে সর্থী হাসাবার কাযে। একত্র আছেয়ে দোহে নিগূঢ় বিলাসে। হেনই ময়ে তা সবেই প্রবেশে। সখিগ ণের হাস্য দেখিরাধ সুবদনী। চঞ্চল নয়ন ভেল কৃষ্ণ ইহা জানি । দ্বিগুণ করল তারে ভূজলতা দিয়া কৃষ্ণ বক্ষস্থলে রাই রহিল লাগিয়া৷৷ ত্বরাতে উঠিল ধনী পীভবন্ত্র লয়। আচ্ছাদন কৈল বপু সেই বস্ত্ৰ দিয়া । কৃষ্ণ বামপাশ্বে রাই রহে লজ্জা পায় । সখী মুখ নিরীক্ষয় চঞ্চল হইয়া। তবে সব সখী দেখি দুহুক সুলম। সেসব শোভার মাত্র তারাই উপমা । দুহুক অধরে শোভে দশনের চিহ্ন । বিলাসে অলম দৃষ্টি দুহু পর বীণ নখাস্ক,শ্ন শোভে ভাল দুহু কলেবর । পত্রাবল বিগ লিত কৈল শ্রমজল ৷ শ্লথবস্ত্র কুন্তল টুটুল দুহু হার । পুষ্প মালা চিড়িয়াছে যত রত্নমাল II এই শোভা দেখি সবে হরিষ পাইল সেন্ট সে সুখের সাক্ষী যে তাহ দেখিল ৷ তবেত শয্যার শোভা দেখি সখীগণ । বিপরীত কেলি কথা কহিল তৃখন। মধ্যে কৃষ্ণ অঙ্গ তাতে কুঙ্কম লাগয়ণ দুইপাশ্বে রাধা পদ যাবক শোভয় সিন্দূরে চন্দনক কাজরের বিন্ধু নানা । চিত্র কৈল যেন তপ পুর্ণ ইন্দ, পুষ্প সব মুনি আর তাম্ব ।