পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেৰিন্দ লীলামৃত ! R A H দিয়া। রহিলা একান্ত হৈয়া পথ নিরখিয়া । গোপাঙ্গনাগণ মুখ চঞ্জের মণ্ডস । উৎকণ্ঠাতে উঠে যাঞt চন্দ্রশালাপর।। তেঞি সে যথার্থ নাম ব্রজে চন্দ্রশাল। । যাহাতে উদয় গোপী মুখচন্দ্রমালা । অথ। ব্রজেশ্বরী দেখে অপরাহ্ন হৈল। কৃষ্ণ আসিবেন করি উৎসাহ বাঢ়িল । স্নেহ পরিপুত৷ हैंड्ल्। গোবিন্দ কারণে ৷ রন্ধনের ত্বর করে ভক্ষান্ন সাধনে 11নন্দ নের পত্নী হয় অতুল নাম তার। রোহিণীর সঙ্গে দিল পাক করিবার । ছয় ঋতু উৎপন্ন যেই শাক কন্দমূল । ফলাদিক করি কত ব্যঞ্জন প্রচুর। ব্রজেশ্বরী ব্যগ্র হঞা কহে বাড়ি য়ালে । ছয় ঋতু উৎপন্ন যেই সবে আনি ধরে । ছয় ঋতু সেবা করে শাক ক্লষীগণ ৷ ব্ৰজবাসী লোক জানে বাড়িয়াল কারণ ৷ শাকমূল ফলে করে কাগুল পুরিত। অন্ধেক রাখিল প্রতে ভোজন নিমিত্ত ৷ সায়ং পাক লাগি অrর অন্ধেক রাখিল দাসীগণে সব দ্রব্য সংস্কার করিল। নারিকেল পক্ক আমু মানে দাসগণ । সংস্কার করিয়। রাখে কৃষ্ণের কারণ ॥ দুই জাত দাস দাসী সব নিয়োজিয়া । ব্রজেশ্বরী ব্যগ্র কৃষ্ণ দর্শন লাগিয়া । যাত্ৰী আদি করি যত ব্রজাঙ্গনাগণে । সঙ্গে লৈয়া ব্রজেশ্বরী অশ্রু ছনয়নে । বসন তিতয়ে স্তনে দুগ্ধ শ্ৰৰে অতি । পুরদ্ধারে গেলা সবে করিয়া সংহতি৭। সূৰ্য্য অস্তাচল গেল। দেখি ব্রজেশ্বর । কৃষ্ণ দরশনে ভূষ্ণ বাঢ়িল অন্তর। নিজ নেত্ৰ অৰ্পে যথ। গোধূলী উড়য়ে । বেণু ধূনি স্থানে নিজ শ্রবণ রাখয়ে ৷ এইৰূপে আত্মবৃন্দ সঙ্গে ব্রজেশ্বর। গোশীল। আইলা অতি হরিষ অন্তর। উচ্চ স্থানে রহে ব্ৰজবাসী গৃহ পায়। গোরজের জাল বলি যাহা দেখা পায়। অখা কৃষ্ণ নিজ সখী সঙ্গেত হরিষে। পুষ্প আভরণ পরে আনন্দ বিশেষে ।