পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tभादिना लौशामृड । रै ७:$ এই কৃপা মাগে যেন তোমা না পাসরেণ । যে তে খানে যেন তেন কেনে নাহি মরেণ । আমা’বড় পাপী নাহি এতিন ভুবনে কৃপৗকরি রুপাসিন্ধু দেহ দরশনে। ● যথা রাগ৯ সায়ংকালে সুধামুখী,অন্তরে হইল সুখী, আপনার সখীগণ লৈয়া । গোবিন্দের কারণ, নানা উপহার গণ,পাঠাইলা যতন করিয়ান। তার ব্রজেশ্বরীকে দিয়া, গোবি ন্দেরে খাওয়াইয়া,শেষ লঞা আইল রাই স্থানে। রাই কৃষ্ণ শেষ পাইয়া,নিজ সখীগণ লৈয়া, সুখে কৈল অমৃত ভোজনে। ক্লষ্ণ করে সায়ংসিনান, রম্য বেশ মনোরম, ব্রজেশ্বরী করেন লালন । আম নারিকেল যত, আর পকান্নাদি কত, ভূঞ্জি কৈল গোষ্ঠেরে গমন ॥ করে গে। দোহন লীলা, নানান কৌতুক খেলা, পুনু আইল আপনার গৃহে। পরমান্ন ব্যঞ্জন ভুঞ্জে, পিতা মাতা মনোরঞ্জে, সায়ং লীলা স্মরয়ে হিয়ায়ে । অতঃপর ব্রজেশ্বরী রাম কৃষ্ণ লএs) । বসাইল স্নানবেদী উ পরে আনিয়া ৷ নিযুক্ত করিলা দাস সে দোহা সেবনে। ধনি ষ্ঠাকে ডাকি কিছু কহেন বচনে। রাধিকার স্থানে তুমি অতি শীঘ্ৰ যাঞ লডড,কাদি চাহি আন গোবিন্দ লাগিয় ॥কল্য ণদ লাড়, তাতে স্বাছ বহুতর প্রার্থনা করিয়া তাহ। আনহু সত্ব র। যাহার ভক্ষণে সদা আয়ু বৃদ্ধ হয়। পরম রুচিতে কৃষ্ণ তাহা আস্বাদয় । ব্রজেশ্বরীর আজ্ঞা পাঞা দেবী ধনিষ্ঠিকা । শীঘ্ৰ গেল যেই স্থানে আছেন রাধিক । মাগিলা অমৃত লাড়, গোবিন্দ লাগিয়া। তিহে পাঠাইতে ছিল নিজ সখী দিয়া ॥হেনকালে মালতীর হৈল আগমন বৃন্দ পাঠাইলা তারে কহিতে কথন । রজনী বিলাস কুঞ্জ সঙ্কেত করিলা । ত্রীগোৰি ন্দ মাম স্থল তারে জানাইলা । তবে স্ত্রীরাধিক ভক্ষ সামগ্রীর