পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত l ২৪১ সখী বৃন্দ লৈয়া । ভক্ষণ করয়ে অতি সত্বে যি পাইয়া। তবে সখীগণ লৈয় অট্টালী উগরে । আরোহয়ে গোদোহন লীলা দেখিবারে । গ্রীষ্মকালে কহু কৃষ্ণ জননী প্রার্থয়। যমুনাতে স্নান করে সখীগণ ল এ3 1। দাসগণ দিয়া মাভা ভক্ষদ্রব্য গণ । পাঠায়েন বস্ত্র আদি নানা ম ভরণ । দ্বষ নদী স্নান করি বে শfদ করয়ে । ভক্ষ পান করি শ্রম সফল নাশয়ে । সেই পথে গবালয়ে করয়ে গমনে । গোদোহন লীলা করে লয়ে সখীগণে । রাধিকহি ক'ভু নিজ সখীগণ লৈয়া । ক্ষন ছলে যন কৃষ্ণ দশন লাগিয়া ৷ কৃন্দলন্ত দিয়া ভক্ষ সামগ্রী পাঠায় । সেই সব দ্রব্য কৃষ্ণ ভোজন করয় : রাই কৃষ্ণ জয় সঙ্গ জলে স্নান করে। কৃষ্ণ ভূক্ত শেষ পান কুন্দলন্ত দ্বারে । সখীগণ লয়ে রাই সে সব ভুঞ্জির। নিজ গৃহে যান অতি ঘিত হয় !! কৃষ্ণের সেবক কেচ ভূস্কার লইল । কেহত হাম্বল পাত্র ব্যজন ধরল। কেহ পাণ পা, লরেকেই লয়ে পাশ কেহ বেণবের লৈয়! গেলা ধেনু বাস | ওথ। ব্রজেশ্বরী কৃষ্ণ পথে নেত্ৰ দিয়া খটার উপরে বৈসে ঘট আগ্নে লৈয়া । গোপগণ দাসগণে আদেশ করয়ে । গোদোহন কাযে তেন্তে সব নিযোজয়ে । হস্কারব ধেনুগণ বৎস আইৰনিয়ে ৷ কর্ণ উচ্চ ফর বৎস পথ চায়ে রহে l; স্তনে দুগ্ধ ভার হয়ে চলতে ন পারে। অাপনে শ্রবয়ে তুঙ্গ দেহে এইফালে । পুৰ্ব্বে যৈছে হিহ শব্দে ধেনু কে ডাকিল ! ওৈঁছে কৃষ্ণ ইহা ধেনু বংস আহানিল ! গো দোহন কয় গোপ কলস ভরির। সরি সন্নি করে গোপ দেখে দাণ্ডাইয়া । ভারীগণ ভা. বহে ঘৰ্ম্ম সব গায়। সব দুগ্ধ ধরে নৈরা দুগ্ধের আলয় । দুগ্ধ রাখি শূন্য ঘট ভার লৈয়। আ . ll २* | *