পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨(tઝ গোবিন্দ লীলামৃত। মৃগীগণে তীরে বিলসয়ে যাহা নিবিড় কাননে। সেখানে অ৷ ছয়ে কৃষ্ণের রাসলীল। স্থল যাহা বিলসয়ে লঞ। রমণী সকল একদিগে যমুনার জলাবৃত হয়। অন্যদিগে মুক্তকুঞ্জ শতৃেক বেঢ়য় । আরদিগে উপবন কুসুম আবৃত। পুর্ণচন্দ্র প্রায় স্থল অতি সুললিত ৷ কপুরের চূর্ণ মদ নিন্দ যে করয়। ঐছন বালুক পুর্ণ সুধাময় হয় ৷ দ্বিগুণ উজ্জ্বল স্থল গোবিন্দ আপনে গোপাঙ্গন সনে নৃত্য চিহ্নিত ভুবনে । উত্তরে যমু না তার রম্য তীর হয় । নিবার পুলিন তার চৌদিগে আছয় ॥ অষ্টদিগে বৃক্ষ লতা আমূল সহিতে । পুষ্পিত হইল। অলি করয়ে ঝঙ্কতে পিক পৰ্কী শব্দ করে তার স্বর করি। নাচয়ে আনন্দ ভরে ময়র ময় রী ৷ কোটিচন্দ্র দীপ্ত প্রায় স্থান মনে হরে। রত্বের মন্দির ভাছে কপবৃক্ষতলে ॥গোপাল সিংহাসন আছে সিংহপীঠ ভাতে । আগমাদি শাস্ত্রে কছে পুর্ণলীলা যাতে ৷ প্রিয়াগণ লয়ে কেলি করে সর্বকাল । কহিল না হয় স্থল মহিমা অপার। এইমত স্থল রাজ অতি পরিসরে। দেখি য়ারাধিক সুখ বাঢ়য়ে,অন্তরে ৷ কন্দপ লীলার যোগ্য আন ন্দ মন্দিরে । গোবিন্দ স্মারক সদ। নিজ গুণ ধরে। এথা বৃন্দ। দেবী নিজ সখী বৃন্দ লৈয়া। সামগ্রী রচনা করে আনন্দ পাই য়t.ll বিভূষণ আদি যত কুঞ্জ সেবা হয়। রচনা করয়ে কুঞ্জ উপচার চয় । রাধাকৃষ্ণ আগমন পথে নেত্র ধরে । অকস্মাৎ রাই তথা দেখে হেনকালে 1 অভু্যত্থান করি বৃনদ। তৎকাল আইলা । হলক উত্তংস छूट्रे আনন্দে সপিলা । বনকুঞ্জ মঞ্ছ শোভা দেখাবার মনে । লঞ গেলা শ্ৰীকুঞ্জ স্ত্রীরাজ সদনে । বন শোভা তাতে চন্দ্র কিরণ রঞ্জিত। উদ্দীপনা দেখি রাই হেল। বিভাবিত ৷ কৃষ্ণ প্রাপ্তি লাগি চিত্ত চঞ্চল হইলা । অতি