পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬২ গোবিন্দ লীলামৃত । অক্ষে কম্প জল নয়ন পুরিত। বৈবৰ্ণ প্রস্বেদ জল ; নয়ন চঞ্চল বক্র দৃষ্টি ভূৰুলত কুটিল প্রধল ৷ এইৰূপে কৃষ্ণ কর হৈন্তে নিজ করে। আকর্ষণ করি ধনী লইল সত্বরে। রাধিকার হাস্য মুখ নেত্রান্ত অরুণ । কুটিল নয়ন অশ্ৰু কলাপন্ন সীমা । হেল। উল্লাস আর চাপল্যাদি গণ মন্দ স্মিত আদ্র ধনী যুগল নয়ন কণ্ঠেতে খঞ্জন ধূনি হুঙ্কারের সঙ্গে । ভৎসন করয়ে বহু হর ষিত রসে lা রাধ। চন্দ্রমুখী মুখ এৰূপ দেখিয়া । গোবিন্দ হই ল সুখী পুর্ণানন্দ হিয়া নাসা কৰ্ণ নেত্ৰ জিহ্বা শরীরাদি করি নিজ নিজ লাভে সবে বহু লোভে ভার । রাধাকৃষ্ণ অন্যান্যে লুটে বহু রঙ্গে । ছলকার লুটে রাজ্য আনন্দিত রঙ্গে ৷ কামকুশ অস্ত্র কৃষ্ণ হস্ত চোরবরে। প্রবেশ করিলা রাই কঞ্চক। ভিতরে । সপগতি হয়ে হেমঘট দুই ধরে । ধরিয়া লইতে রাই করে কর বারে ৷ এইমত সুমধুর লীলানন্দ সিন্ধু। নিমগন হৈল চিত্তে লুব্ধ ব্ৰজইচ্ছ। রাধিকার চিত্ত তনু শিথিল হইল সখী আসি দেখে করি ধাম্য উপজিল ৷৷ হৰ্ষ বাম্য ভাবে ধনী কুট্টি মামন্দিরে। প্রবিষ্ট হইল। সখীগণের ভিতরে । রসের তরঙ্গে কৃষ্ণ ভাসিয়াই । রাই কাছে গেল। রাই রহে লুকাইয়া ৷ সখির মিশালে ধনী লুকাইল যবে । সখী মধ্যে রাই কৃষ্ণ অন্বে ষয়ে তবে n প্রণয়ে কৌটিল্য নেত্র করে সখীগণ । অন্তরে আন ন্দ করে বাহিরে ভৎসিন ৷ এইৰূপে ছলে কৃষ্ণ রাই অম্বে ষিতে সখির তারুণ্য ধন লুটে ভালমতে i যদ্যপিহু সখীগণ প্রণয়ের্ষ্যা করি। রোধয়ে গোধিন্দ হস্ত বাম আগে ধরি । তথাপিহ কৃষ্ণ সুখ আনন্দ বাঢ়য়ে । অঙ্গনার বাম্যে সুখসিন্ধু বিস্তারয়ে। এইত কহিল রাধাকৃষ্ণের মিলন । ইহা যেই গুনে পায় কৃষ্ণ প্রেমধন। গোবিন্দ লীলামৃতে আছে ইহার বিস্তার