পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ७७ গোবিন্দ লীলামৃত। তপে বৈসে আলি পরিবার। শব্দ ছলে তারা বহু স্তবন কর য়ে। দেখি রাধাকৃষ্ণ সুখ অধিক বাঢ়য়ে। কৃষ্ণ মেঘ আলিঙ্গি তে,রাই বিদ্ধ্যজত। অমৃত বরিষে মন্দ খুনির সঙ্গত। দে খিয়া ময়র আর ময়ূরীর গণে । কেক শব্দ করি নাচে পিচ্ছ প্রসারণে পক্ষগণ শব্দ করে ভ্রমরা ঝঙ্কতি । পুষ্পফলে পুর্ণ বনপরিমলে আতি৷চন্দ্র জ্যোৎস্নং ভরে মন্দ পবনে চলয়ে বন শোভা দেখি কৃষ্ণ আনন্দে ভাসয়ে ৷ অশোকলতার পুষ্প অল্প বিকসিল। বৃষভানু সুত তাহ! ত্রোটন করিল। স্তবক যুগল কৃষ্ণ শ্রবণে ধরিলা ! সুসখ্যতা প্রেমে হস্ত কাপিতেল৷ গিলা । আর দুই পুষ্প গুচ্ছ হন্তেত ধরিয়া মন্দ মন্দ হয়ে যান হরষত হৈয়া। প্রণয়জ সুকলহ সদা কৃষ্ণ সঙ্গে । তার হস্ত পুষ্প গুচ্ছ হরে কৃষ্ণ রঙ্গে । সেই গুচ্ছ লঞ1.রাই শ্রবণ যুগলে। হাসিয়া ধরিলা কৃষ্ণ ধনী বাঞ্ছা পূরে ৷ সিংহ মধ্য গণ কংস্কৃনি সুমধুর। গায় নিরমল গুণ সরস প্রচুর। স্তবক অ পণ ছলে কৃষ্ণাঙ্গ পরশে । অতি উৎকণ্ঠিত ভেল নিভৃত বিল। সে ৷ কিলকিঞ্চি ভাদি ভাব বিবোক ৰিলসে। ললিতালঙ্কার কৃষ্ণ পরাণ হরিষে।। ভ্রমর সকল ধূনি ছল উঠাইয়। রাধাকৃষ্ণ গুণ গান পুষ্প পরশিয়া ২। চন্দ্র আর লতা তরু গুণের সংযো গে। কৃষ্ণচন্দ্র গুণ গায় সখী অনুরাগে । বর্ণ অর্থ বিপৰ্য্যয় রাধাকৃষ্ণ শোভ। 1 পরম হরি যে সখীগণ চিত্ত লোভা । যথ রাগঃ , উদয় করিলা শশী, শোভে অতি জ্যোৎস্ন। রাশি,জগত আহ্নদেশীল সার । প্রেমোদ হৃদয়ে কাম, বাঢ় ইতে সুধ ধাম, রাধা অনুরাধা সুধাসার। সখীহে রাই কামু বিলাসয়ে রাসে, প্রতি তরুলতা তলে, রাসের হিল্লোলে বুলে গান নৃত্য পরিহাস রসে ॥ ধ্রু । গোবিন্দ সুশীল অতি, আহলা