গোবিন্দ লীলামৃত । २१७ গণ। তাল ধরে তাতে সবে অতি বিলক্ষণ ॥ বৃন্দ আদি গণ সবে দর্শন করয়ে ৷ সৰ্ব্বেন্দ্রিয়গণ পূর্ণানন্দেতে ভরয়ে ৷ কৃষ্ণ যৰে এক নৃত্য করেন হরিষে। রাধা সুধামুখী গান করেন হরিষে। অত্যন্ত দুৰূহ তালগণ ধরে যাবে। আশচর্য্য নাচেন কৃষ্ণ অতিশয় তৰে ॥রঙ্গস্থলে নৃত্য তবে করি পুনৰ্ব্বার বাদ্য ধারী অন্তঃপটে প্রবেশ তাহার n তত ঘন সুশীরাদি কণ্ঠস্বরে মেলা। নানাবিধ গতি নৃত্য গান এক ভেলা ॥ গোপাঙ্গনীগণ পদ চালে ভঙ্গী করি। কিবা সেই ভুরু করি চালন মাধুরী। किदा ८नई चक्र उत्रौ शैभन उत्रिम ! किब cनई tनजशउि वि জুরী উপমা । তার কৃষ্ণ নৃত্য রঙ্গে প্রবেশ করিলা । তালক্ৰম রসে পদযুগ চালাইল। কিবা সে অঙ্গের গতি পদের চালনি । নানা তালে নানা গতি ভূবন মোহিনী । কিবা সেই হন্ত পদ যুগের কপিনী। নৃত্য গিত ক্রমে আইসে প্রিয় মধ্য জানি। আনন্দে কহয়ে এই মধু রস বাণী। কিবা সেই তাল গতি কথার গাথনি ৷ তভাতুৰ তৃথৈধাগতি ক তথৈধা। থোহিদাঃ দাং কিটকিটকৃণ, বোথোঙ্ক থো দিয়ুআরে। কেন্দ্ৰাই কেন্দ্রাং কিড়িগিড়ি কিড়িধাংঝেঙ্কু বোক্টোস্কু বের্কে । থোদিক দ্রাং ড্রাং দ্রমিদ্রমিন্দ্রমিধাং কাস্কুঝে কান্ধুকেন্দ্র মাগত্যেবং নটতি সহচরি-চারুপাট প্রবন্ধই ৷ তবে রাধাকৃষ্ণ দুহু একত্র নাচয়ে । নুপুর কিঙ্কিণী পদ কটক বাজয়ে । কিবা সে দোহার হস্ত চালন ভঙ্গিম। । কিব। সে কঙ্কণধূলি অতি মনোরম ৷ যেন নব জলধর সঙ্গে সোঁদ মিনী। হরিষে নাচয়ে কিবা নাম্বিয়া অবনী। নৃত্য করি২ তাল ধরিবার কালে। অমৃত গার্থনি কথা তাল ধরি বলে।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৮০
অবয়ব