পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ नौशाश्रृङ l २१¢ তার নৃত্য দেখি অন্য সখী সুখ পাঞী। নৃত্য করে এই সব তাল উচ্চারিয়া৷ থৈআ থৈআ তথতথথৈআ থৈথৈথৈয়াতি গড়তিথৈয়া । তবে কোন সখী নৃত্য করতে লাগিল। তার নৃত্য দেখি কৃষ্ণ হরষিত হৈলা ৷ তবে কৃষ্ণ গান করে নটন সঞ্চারে। কিৰা সে গানের গতি কিবা কণ্ঠস্বরে। আআঙ্গ আতি আজাতি আক্ট অতি আজাআতি আত্মা তিআআ | আত্মজোৎস্নাত্ব লাঙ্গং নটদিবপুলিনৎ রাধিকে পশু আরে। অ আঙ্গ আতি আআ নটতিচ বিপিন ও মন্দবাতেরিতথআ। আআ আএতিকৃষ্ণঃ পুনরিহনিগদনশালগাঙ্গং ন নৰ্ত্ত। কৃষ্ণ কহে পুর্ণ জ্যোৎস্না পুলিনে ভরিল । দেখ রাধে যেন নৃত্য আরম্ভকরিল। আর দেখ বন সব নৃত্য করে রঙ্গে। পৰ নে চালায় নাচে অলিগণ সঙ্গে ৷ তবে রাই হাসিকহে নচিতে নাচতে। অতি মনোহর কথা গান রস রাতে ॥দেখ কৃষ্ণ তুয়া হাস) চন্দ্ৰ কুণ্ড জিনি । হংসি ক্ষীর হীরা গৰ্ব্ব করয়ে হরিণী। আঈ অআ ঈঅতি প্রিয়হাস্যশ্চন্দ্ৰতিকুন্দতি হংসতি আরে। ক্ষীরতি হীরতি হারতি আরে অষ্ট্ৰ অঅাঈঅতি নৃত্যুতি রাধা ॥ রাস মধ্যে বাজে বহু মুরুজেরগণ । অধিকং ধূনি করয়ে সঘন। রাসে বহু সুখ পাঞ, এসব বচনে । নিন্দ করে যত সব সুরঙ্গনাগণে ॥ বীণাবাদক যন্ত্র তালধারিগণ । অন্যে। ন্যে নাচে তাল ধরে অন্য জন। সকল অঙ্গনাগণ নাচে ন ত্য রসে। আবিষ্ট হইল নীবিকঞ্চকাদি খসে। তাহ দেখি কৃষ্ণ সেই নৃত্য মাকে যাঞ। নীবি' বেণ, কঞ্চকাদি বান্ধে সুখ পাঞ। নানা শব্দে বন্ধে গান সৃজন করয়ে। শরিগম পধন