পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত । २११ নৃত্যকরে তবে নিতস্বিনী। সুস্বর করিয়া করে মহতীর ধ্বনি ৷ তৈছে কৃষ্ণ তাল ভঙ্গ হইবার কালে । রাই নেত্রপথে তাল করেন সাম্ভালে ॥রাধাকৃষ্ণ অন্যোন্যে গান নৃত্য রসে। সহায় করেন সদা জানন্দ বিশেষে ৷ তৈছন সহায় অন্য সখী হৈতে নহে। দোহার বৈদগ্ধী গুণ দোহাতেই রহে iা তলে অবসানে কৃষ্ণ হস্ত পদ্ম দিয়া । প্রিয় বক্ষস্থলে ধরে আনন্দ পাষ্টয়া ! রাধিকাহে তুষ্ট হৈয়। নিজ বামকরে। প্রণয় সরোষে কৃষ্ণ হস্ত করে দূরে ৷ জাম্বুদ্বয় মহীতলে আলম্ব করিয়া । শ,ন্যে রহে নিজ বাহুদ্বয় প্রসারিয়া । ঘুরয়ে অত্যন্ত বেগে অতি মনোহরে । কন্দৰ্প কাঞ্চন চাকী যেন ঘন ঘুরে । লীলাতে করেন তবে গমনাগমন । কৰ্ভু বাহু প্রসারয়ে কভু বা ক্রুঞ্চন। অন্যোন্য অঙ্গ হন্তে সদা পরশয়ে। এইত দুষ্কর নৃত্য অনেক করয়ে । কেহ এক হস্তে মহী ধরিয়৷২ । উলটি পড়য়ে নিজ অঙ্গ ফিরাইয়। তাহা দেখি কেহ কেহ বিনাবলম্বনে । শূন্যে অঙ্গ ফিরাইয়া করেন নক্ত নে । তাহা দেখি কেহ কেহ উত্ত নিত হৈয়া। পৃষ্ঠদেশে বাহু পদে অঙ্গ ভার দিয়া। স্বর্ণলতা ধনু যেন চড়ার সহিতে । ক্ষণমধ্য নৃত্যকরে ক্ষণেক এই মতে। কেহ নৃত্যকরে তাল ধরে গানকরে । মঞ্জীর কলাই মাত্র একটি বাজয়ে । কভু ছুই বাজে আর কতু বাজে তিন । যখন যৈছন ভাল তৈছে শব্দ চিত্ন । কৰ্ভু বা নিঃশব্দে রহে শব্দ নাহি করে। ঐছে তাল রসে পদ চালন আচরে। তাহা দেখি সুখ হৈল সব গুণচয়। সাধু বলে সবে তাহারে পূজয় গীত বাদ্য নৃত্য জাদি যতেক আছয়। ব্রহ্মা শিব আদি গণে সাক্ষাতে যে হয়। দস্ত বৈকুণ্ঠ লোকে বিষ্ণুৰূপ গণ। তাহা । 11 8 ||1