পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२४० গোবিন্দ লীলামৃত । আনিয়া ৷ অথী রাধাকৃষ্ণ লীলা কৈল বহু মতে। স্বাধীন ভর্তৃক বস্থা রাই পাইলা যাতে। বিলাস করিলা কৃষ্ণ প্রিয়। সঙ্গে করি। কুঞ্জের বাহিরে অষ্টল মনোরথ ভরি। তবে সুধামুখী কহে ব্যাঙ্গ কৃষ্ণ প্রতি। যাইবারে কহে যথা সখী আছে সুতি। তবে কৃষ্ণসখী সঙ্গে প্রতি কুঞ্জে যtঞা । বিলাস করিলা মনো রথ পুরাইয়৷ ৷ স্বাধীন ভক্তৃক রাধা সখীগণ পাইলা । অল ক্ষিতে কৃষ্ণ কুঞ্জ বাহিরে আইলা। হাস্যমুখে আসি রাই সঙ্গে তে রহিল। পাছে সখীগণ কুঞ্জ বাহিরে আইলা । হাসিতে২ সবে অঙ্গ আচ্ছাদিয়া । রাইর নিকটে রহে লজ্জিত হইয়া । তাহ দেখি ধনী ছলে নম্মুখ করি । কহিতে লাগিল৷ কিছু লেলিনেত্রে হেরি। যেহত নায়ক তেহ আছেন এখানে। তোমা সবা অঙ্গে কেন রক্তি চিহ্নগণে বৃন্দ। আমি কৃষ্ণ এথা আছি য়ে কৌতুকে । মিথ্যানতে এই কথা পুছহ বৃন্দাকে । তাহ শুনি কৃষ্ণ হাসি কহিতে লাগিল । প্রতি কুঞ্জে মুক্তি মোর আছয়ে উজ্জ্বল। রতি নৃত্য রসের নায়ক সেই হয়। সবারে শিখায় রতি কৃষ্ণ রসময় ॥রাধাক্লষ্ণ ভঙ্গী কথা শুনি সর্থীগণ ৷ প্রণয় ঈর্ষাতে কহে প্রবোধ বচন ৷ কৃষ্ণ প্রতি আগে কহে অতিহষ । চিতে। তুমি অন্য গুরু কর নৰ্ত্তন শিখিতে। শিষ্য হয়ে বাঞ্ছা কর শিষ্যাদি করিতে। হেন ৰূপে শিয্য কভু না হয় উচিতে । যার যার যেই গুরু বাসন যে হয়ে । সেই তার স্থানে যাএsা উ পদেশ লয়ে ৷ বাঞ্ছা নাহি আর কেহ বলে শিষ্য করে । শাস্ত্রে কহে সেই শিষ্য হয়েত বিফলে। ছলে এইমতে কৃষ্ণে কহে সখীগণ। তারে কহি রাই প্রতি কহয়ে তখন। কুলাঙ্গন ধৰ্ম্ম গণ তুমি কি না জান। অতি শুদ্ধমতি হয় যত সতীগণ ॥ তথা পি আপন ভোগ ভুজঙ্গে করিয়া । নিজ সম করে সব তীরে