পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত l RVアヘう অন্তঃপট দিয়া সবে ভূষা পরে । সখীগণ সবে অন্যে অন্যে তে বেশ করে ॥এইৰূপ রাধাকৃষ্ণ সখীগণ সঙ্গে ভূষণ পরি ল। সবে নিজ নিজ অঙ্গে। অনঙ্গ গুটিকা আর অমূত বিলাস দুগ্ধ লড ডুকাদি আনি ধরে কৃষ্ণপাশ ॥ এসব সামগ্ৰীগৃহে হৈতে রাই আনে। তাহ যে আছিল ৰূপ মঞ্জরীর স্থানে । রাধিক ইঙ্গিতে তাহ আনি তেহ দিলা । বৃন্দাদেবী রস ফল নিয়া যোগাইলা ৷ প্রিয়া সঙ্গে কৃষ্ণচন্দ্র ভোজন করল । ভে} জন করিয়া তাহ আচমন কৈলা । তবে প্রবেশিলা কেলি ম ন্দির ভিতরে। চারিদ্বার যুক্ত বহে যমুনা অনিলে কোটিচন্দ্র জিনি স্থল অতি সুশীতল । কোটি সূৰ্য্যাংশু রত্ন পরম উজল ৷ কন্দপের কেলিরসে পরম আলয় । অগুরু ধূমাতে वर्ड् সেী র ভ্যাতিশয় । রত্বের পালঙ্ক তাতে হংস তুলি সাজে। বৃন্তহীন পুষ্প তাতে উপরে বিরাজে। পুনঃ সূক্ষ্ম শুক্লবাসে আবৃত ক রিলা। সুচিত্র বালিশ দোহে উপরে ধরিলা ৷ তাতে আসি রাধাকৃষ্ণ শয়ন করিল। কে কহিতে পারে তাহ যে শোভা হ ইলা। তার দুই পাশে রত্নখটা" ছুই হয় ৷ ললিতা বিশাখ। আসি তাহাতে বৈসয় । কৃষ্ণ নিজ মুখপদ্ধ তাম্বল চৰ্ব্বিত । রাধিক বদনে দেন ক্রমুখ মিলিত । ললিত বিশাখা দহ তাম্বল পুরন্ত। দুহু মুখ দরশনে অত প্ৰফুল্লিত। ସ୍କ୍ରିମ୍ মঞ্জরী কুরে পাদ সম্বাহন কোন ধন্যগণ করে সপ্রেমে বীজন ললিত বিশাখা দেন তাম্বল বদনে এইৰূপে ক্ষণ এক করেন শয়নে। তবে তাহ হৈতে তারা বাহিরে আইলা । নিজ নিজ পুষ্প সেজে শয়ন করিলা 1 কম্পবৃক্ষলতা কুঞ্জে আর যতজন সবেই যাইয়া তাই করেন.শয়ন। শ্ৰীৰূপমঞ্জরী মুখ্য সেবা পঃ সখী শয়ন কুরিলা কুঞ্জে সেজে হয়ে সুখী। সেই লীলা