পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nじbア গোবিন্দ লীলামৃত । শ্বরীকে প্রণতি । উঠাইঞা কোলে কৈল মাত শুদ্ধমতি । মস্তকে জাম্ৰাণ লঞ চুম্ব দেই মুখে মাতাধিক স্নিগ্ধস্নেহ অশ্রু বহে সুখে। চিবুক ধরিয়া মুখ দেখে পুনঃ২। মুখ শোভা দেখি আৰ্ত্তি বাঢ়িল দ্বিগুণ ॥ নয়ন পুতলি মাঝে রাখে হেন সাধ । নয়নের জলে করে দরশন বাদ ৷ এই মত রাধা সঙ্গে যত সখী গণ। কুশল সুধাএ সব কৈল আলিঙ্গন । কৃষ্ণের ভোজন কার্য্যে সদা ব্যগ্র মাতা । কহিতে লাগিলা পুনঃ স্বস্নেহ মমভা। সবেই কহেন রাধে তুয়া মিষ্টপাকে আশ্চৰ্য্য করিয়া কর কৃষ্ণ স্পৃহা যাকে ৷ লবণ সংযোগ যেই তাই যাঞা কর। ঘত পাক যেবা হয় তাহ ভিন্ন ধর । শকরা মিশ্রিত যেবা তাহা কর আর। সকল রন্ধন কাৰ্য্য যে জন গ্রকারী রোহিণী দেবীকে লঞা পাক কর তুমি আপনে যে কর আর যে কহিয়ে আমি অমৃতকেলি কপূর বটক চিকুণ। নিৰ্ম্মাণ করহ স্বাদু নাহি যার সম।। পীযুষ গ্রন্থি কপুর এলাচি মিশ্রিত । অপুৰ্ব্ব করিয়া পান কর মনোনীত ৷ এই সব তোমা বিনু কেহ বেভা নয় । অতএব সজ্জ কর যাতে ভাল হয় ৷ ললিত রসালা তুমি করহ যতনে । শিখরিণী কর বিশাখিকা নিরমাণে ॥ শশীরেখা বাছ আর চম্পকলতিকা ৷ ‘ছেনা কর যাতে যোগ পাকের অধিক । তুঙ্গবিদ্যা চিত্রা কর দোহে মিশ্রিপানা রঙ্গদেবী বাঙ্গ কর খণ্ডের মণ্ডন ৷ ক্ষীরসা করা তুমি সুদেবী জননী। বাসষ্ঠী করহ শুভ্র অতি মৃদুফেণী । মঙ্গল) করহ তুমি জিলেবি বিধান । কাদম্বরী কর চন্দ্রকান্তি নিরমাণ ॥ নাসিক করহ পিঠা চালু চুর্ণকরি। কামুদিনী কর তুমি সুমিষ্ট সন্ধুলি৷ চন্দ্রমুখী কর বহু প্রকার বটক । ইন্দুলেখা মদালসা করই পিষ্টক i দধিবড় বত্নে কর মাধুর্য্যের সার ৷ সুমুখী রচনা