পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ গোবিন্দ লীলামৃত। পূৰ্ব্বাহ্নে ধেনুমিত্রৈবিপিন মনুসৃতং গো8লোকানুজাতাৎ, কৃষ্ণং রাধাপ্তিলোলৎ তদভিসৃতিকৃতে প্রাপ্ত তৎ কুণ্ডতীরং । রাধাঞ্চালোক্য কৃষ্ণংকৃত গৃহগমন মাৰ্য্যয় কাচ্চনায়ৈ,দুষ্টাং কৃষ্ণ প্রবৃভ্যৈ প্রহিত নিজ সখীভি বক্সে নেত্ৰং মুরামি । জয় জয় রাধাকান্ত ভকত একান্ত ৷ জয় জয় ব্রজবাসি সৰ্ব্ব রসপ্রান্ত ৷ জয় জয় শ্ৰীকৃষ্ণ চৈতন্য রূপানিধি ৷ জয় জয় গেীরভক্ত সুখের অবধি ৷ সবে রুপাক্ষর মোরে মো বড় অধম । যে উঠয়ে লিখি মনে নাহিক নিয়ম ৷ গোবিন্দ লীলা মৃত যে শ্লোকার্থ গণ । পরশিতে না পারিয়ে তার এক কণ। শুনহ অপূৰ্ব্ব কথা কৃষ্ণের বিহার । বনের গমন রঙ্গ করিয়া বিস্তার ৷ শৃঙ্গ ধূনি গণে ঘোষ সন্তোষ করিঞা । ব্রজ সুন্দরীর প্রেম অন্তরে ভাবিয়া । বাহিরে আইলা কৃষ্ণ সঙ্গে সব সখা । কতেক হইল তার কে করিবে লেখা । গোময় উপ ল। পুঞ্জ পৰ্ব্বত আকার । দেখিতে পৰ্ব্বত জ্ঞান হয় সবাকার ॥ ঋতুগাব লাগি ষণ্ড ষণ্ডেতে সংগ্রাম । কোন খানে এই ৰূপ অতি অনুপাম ৷ গোপদাসী শত শত গোময় কুড়ায় । সহাস্য বদনে সবে কৃষ্ণলীলা গায় । শত শত গোথ করে বৎস আবরণ। গাবী সনে বনে বৎস যায় তেকারণ ৷ বৃদ্ধ গোপীগণ করে গোময় উপল । সবে কৃষ্ণকথা কহে হঞা এক মেলা । ধেনুগণ রহে সেই স্থল মনোরম ৷ চৌদিগে আবৃত আতি সুন্দর গঠন। অনেক বৃক্ষের তলে বৎসের আবাস । ঘসিচুর্ণে মৃদ্ধ স্থান দেখিতে উল্লাস । ব্ৰজ ধন জন পূর্ণ হৈলা সেই স্থলে । দেখি ক্লষ্ণচন্দ্র হৈল আনন্দ অন্তরে। গবালয় দেখে যেন দেব নদী প্রায় । গো দুগ্ধে পিছল স্থল সেই যেন পয়ঃ । দুগ্ধ ভাণ্ড শ্রেণী যেন কচ্ছপ ভাসয় । গোপী মুখ যেন সব পদ্ম ষগুময় ৷