পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ शौनामृड l (to) মহামতি । ভক্ষসজ্জ পঠাব করিহ তাতে প্রীতি ॥ মধ্যাহ্নে ভক্ষণ করি অপরার কালে। অসিহ তৎকাল গৃহে সব সঙ্গী মিলে। কৃষ্ণ কহে তোমরা স্নান ভোজন করিয়া সুখে থাক শুনি যদি দুঃখ তুেল্লাগিয়া ৷ তবে সে ভক্ষণ আমি স্বচ্ছন্দে করিব। তবেসে সকালে আমি গৃহেতে আসিব । ইহা না শুনিলে মাত যে পাঠাবে ভূমি । না খাইব না জাসিব গৃহে তবে আমি। কায় মনোবাক্যে পিতা মাতা দুই জনে। কৃষ্ণের কল্যাণ লাগি করেন যতনে ॥ অশ্রুজলে স্তনকুগ্ধে করাইল স্নান। পুনঃ পুনঃ চুম্বেমুখ দেখেন বয়ান । বিয়োগ উদয় উষ্ণ রবির প্রতাপে ব্ৰজাঙ্গনা দুঃখ দেখিনিজ দৃষ্টি আপে। কটাক্ষ শীতল ধারা পান করাইল। বিমন হইয়া কৃষ্ণ বনেরে চলিলা কৃষ্ণ দরশনে যত ব্ৰজবাসীগণ ৷ সৰ্ব্বেন্দ্রিয় ইচ্ছা হয়ে হইতে নয়ন৷ কৃষ্ণ বনে গেলে এবে সে সব নয়ন । অন্ধ প্রায় হৈল। সবে মলিন বয়ান। জড় প্রায় হৈলা সবে চলিতে না পারে । এসব বিচার সবে করেন অন্তরে । জঙ্গম হইতে বৃক্ষ জন্ম দেখি ভাল । জঙ্গম ছাড়িয়া কৃষ্ণ বনে প্রবেশিল । এইত লাগিয়া সবে বৃক্ষের আকার । স্তব্ধ হঞা রহে সবে নাহিক সঞ্চার। আভীরিরগণ হৈলা শুন্ধনদী প্রায় । কৃষ্ণের বিরহনলে সকল শুকায় ৷ মন মীন কৃষ্ণ ভুরু চিলৈ লঞা গেলা । মুখপদ্ম মুনি নেত্র অলি দুঃখি হৈলা ৷ তনু হংস বিচ্ছেদের পঙ্কেত পড়িলা। এই মত ব্রজাঙ্গন সুবেই রহিল । অভ্যাস কারণে সবে গৃহেতে মাইলা । দেহ মন হীন সবে চেষ্টা হীৰু, হৈলা৷ মুস্থ প্রায়যুদ্ধেশ্বরীগণ সখী সঙ্গে প্রভিযায় প্রাঙ্ক ম চলে হেন গতি রঙ্গে ॥ রাইসখীগণ সনে কুন্দলতা লঞা । গৃহেতে আইল অতি বিমন হইঞা ॥না দেখিয়া কৃষ্ণ যদি ব্রজ