পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩ গোবিন্দ লীলামৃত । কেশর চারি পাশে শোভ করে। অষ্ট দিগে শোভা তার করে অষ্ট দ্বারে। দক্ষিণ দলের পাশ্বে আছে দুই দ্বার। আরোহণ লাগি দ্বার অতি মনোহর ॥ লঘু স্তম্ভ আছে দুই পৃষ্ঠবিলম্বন মধ্যে পট তুলি তাতে বসিতে আসন । পৃশ্বেতে বালিশ তাহে আছে বিলক্ষণ উৰ্দ্ধেস্বর্ণ সূক্ষ্ম তাতে চান্দোয় গঠন ৷ নানা চিত্র শোভে তাতে চন্দ্রাবলি ছাদে । মুক্তাদাম গুচ্ছ তাতে কতেক প্রবন্ধে। অষ্ট সর্থী অষ্ট দলে রাধাকৃষ্ণ মাঝে । তলে গায় সখী বৃন্দ দোলাবার কাযে ॥সেখানে আশ্চর্য্য আর এক দল হয়। সবে জানে রাধাকৃষ্ণ সম্মখে আছয় ॥মদনন্দোলন নাম সেইত হিন্দোল । রাধাকৃষ্ণ ইহাতেই করে দোলা লীলা ৷ ললিতা নন্দদা কুঞ্জের ঈশান কোণেতে মাধবীর কুঙ্গশালা আছয়ে সুমতে । অষ্ট পত্র পদ্ম প্রায় তাহার গঠন। অষ্ট পত্রে অষ্ট কুঞ্জ আছে মনোরম ৷ মধ্যেত কণিকা তাতে আর এক কুঞ্জ । নবকুঞ্জ আছে রাধাকৃষ্ণ মনোরঞ্জ । আমূল হইতে পুষ্প ধরল। তাহার। মাধবানন্দ নাম ধরিয়াছে ভাল ;"এই কুঞ্জে রাধাকৃষ্ণ নানা লীলা করে। সব সখী সঙ্গে লীলা অতি মনোহরে । ললিতা নন্দদ কুঞ্জের উত্তর দিশাতে । শ্বেতপদ্ম অষ্ট কুঞ্জ আছয়ে তাহাতে৷৷অষ্ট দলে অষ্ট কুঞ্জ কর্ণিকার এক আশ্চৰ্য্য কুঞ্জের শোভা নয় পরতেক । কণিকারে কুঞ্জ সেই স্বর্ণ বর্ণ সম । তাহ বেড়ি অষ্ট শ্বেত অতি অনুপম শ্বেতবর্ণ পুন্নাগ বৃক্ষে শ্বেত মল্লীলতা। শ্বেতবর্ণ যুক্ত শাখ হইল পুর্ণিত। চন্দ্রকান্ত মণি শোভে তাহার ভিতর। কিঞ্জলুক রচিত মণি শোভা মনোহর ॥ ললিত নন্দ কুঞ্জ পুৰ্ব্ব দিগে আর । নীলপদ্ম অষ্টদলে অপূৰ্ব্ব প্রকার। অষ্ট. নীল কুঞ্জ তাতে সুৱৰ্ণ কণিকা। ভিতরেত নীলমণি ঘটনা