পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

toe গোবিন্দ লীলামৃত l সী তৈছন মানেন কৃষ্ণ তাহার সরসি ॥রাত্ৰিদিনে প্রেমে কৃষ্ণ তাতে ক্রীড়া করে। এ কুঞ্জ মহিম। কেবা বর্ণবারে পারে ॥সে কুণ্ডে সক্কত স্নান করে যেই জন। তার কৃষ্ণ প্রেম হয়ে রধিকার সম ॥অতএব কহিবারে কে পারে মহিমা । সহস্র যুগেতে যার দিতে নারে সীমা । কবে সুপ্রভাত হবে পোহাইবে রাতি । নয়নে দেখিব কুণ্ড শোভা এই ভাতি ৷ এই ৰূপে রাধাকুগু দেখিয়া গোবিন্দ। বহু উদ্দীপনা তৃষ্ণ বাঢ়য়ে আনন্দ ॥রাধিকার প্রাপ্তি লাগি উৎকণ্ঠ বাঢ়িলা । ভ্ৰমেত উৎপ্রেক্ষা বহু দেখিতে লাগিল ৷ চক্রবাক চক্র বাকী মধ্য কুণ্ডে খেলে । রাই কুচযুগ স্মৃতি তাতে করাইলে । কুণ্ড মধ্যে ক্ষেণ মানে রাই মুক্তাহার। তরঙ্গ দেখেন যেন রসের বিস্তার ৷ প্রিয় বক্ষ সম কুণ্ড হৈলা কৃষ্ণ জ্ঞান পদ্ম দেখি রাধিকার মুখপদ্ম ভান । ভূঙ্গ দেখি মনে করে অলকার পাতি । খঞ্জন দেখিতে নেত্র খঞ্জনের ভীতি। হংস শব্দ মানে প্রিয়া নুপুরের ধূনি । প্রিয়া কুগু দেখি কৃষ্ণপ্রিয়া অনুমানি। শ্যামকুণ্ড কৃষ্ণ প্রেষ্ঠসে কুণ্ডের কাছে । রক্ত পদ্মগণ তাতে বহু ফুটিয়াছে ৷ যেন কৃষ্ণ বাহু মেলি প্রিয়া আলিঙ্গিতে। হস্তপদ্ধ তোলে রাষ্ট্র নিষেধ করিতে হেমপদ্ধগণ যেইসমীরে চালায়। নীলপদ্ম তাহা সনে আসিয়া মিশায়। হেমপদ্ম"উলটিতে পড়ে অলি যোড় । তাহ দেখি কৃষ্ণমনে হইল। বিভোরা যেন কৃষ্ণরাই মুখে বলে চুম্ব দিতে। কটাক্ষ বক্রতা মুখ তেন কৃষ্ণ চিতে ॥ ভঙ্গীর ঝঙ্কার যেন রধিকাশীৎকার। গদগদক কুটমিত যতেক প্রকার। এসব দেখিয় ক্লফের উৎকণ্ঠ বাঢ়য়। মনে বিচারয়ে রাই সঙ্গ কৈছে হয় ৷ দুই কুণ্ড দেখি ক্লষ্ণ মনে বিচারয় ! কুগু নহে গোবদ্ধনের দুই নেত্ৰ হয় ৷ নীলপদ্ম গণ সদা পবনে ঘুরায় । নেত্রতারাগণ সদা