১০৪ গৌড়ের ইতিহাস। ঘোষের পিতার নাম সোমঘোষ। ইছাই ঘোষ শাক্ত ছিলেন । তাহার প্রতিষ্ঠিত শুামরূপার গড়ই এখন সেনপাহাড়ীগড় নামে পরিচিত। এই গড় অতি প্রাচীন। পূৰ্ব্বকাল হটতে পশ্চিম রাঢ়ে গোপ জাতির রাজ্য ছিল । এই গোপের সদৃগোপ নামে প্রসিদ্ধ। পশ্চিম রাঢ়ে উগ্র বা উগ্রক্ষত্ৰিয়দিগেরও একটী রাজ্য ছিল। এই সকল রাজ্য পাল-রাজাদিগের অধীনতা স্বীকার করিয়াছিল। লাউসেন, গৌড়েশ্বর কর্তৃক প্রেরিত হইয়া, কামরূপাধিপতি কপূর ধবল বা কপূর ধলকে পরাজিত করেন। ইহার মন্ত্রিকর্তৃক ধৰ্ম্মপালের মন্ত্রী কয়েকবার কামরূপ হইতে পরাজিত হইয়া ফিরিয়া আইসেন । খালিমপুরের তাম্রশাসন আবিষ্কৃত হওয়ার পূৰ্ব্বে বুদ্ধগয়ায় ধৰ্ম্মপালের রাজত্বের ষড়বিংশ বর্ষের একখানি অতি ক্ষুদ্র তাম্রশাসন পাওয়া গিয়াছে। ধৰ্ম্মপাল, গয়ার মহাবোধি তরুর নিকট মহাদেবের মূৰ্ত্তি প্রতিষ্ঠা করেন, তৎকালে বৃদ্ধ ও শিব অভিন্ন বলিয়া বিবেচিত হইতেছিলেন। ধৰ্ম্মপাল আদিগাঞি ওঝাকে ধামসার নামক গ্রাম দান করেন । আদিগাঞি ওঝা ভট্টনারায়ণের পুত্র। লাহেড়ী বংশাবলীতে আছে – “রাজা শ্ৰীধৰ্ম্মপাল: সুখ-সুরধুনীতাঁরদেশে বিধাতুং নাম্নাদিগাএী বি প্রং গুণযুততনয়ং ভট্টনারায়ণত । যজ্ঞান্তে দক্ষিণাৰ্থং স কনক-রজতৈর্ধামসারাভিধানং গ্রামং তস্মৈ বিচিত্ৰং সুরপুরসদৃশং প্রাদদৎ পুণ্যকামঃ ” তিববত দেশীয় পাগ-সাম—জোন-জাঙ, নামক গ্রন্থে টঙ্গদাস নামক কায়স্ত বুদ্ধের নাম আছে । ইনি ধৰ্ম্মপালের লেখক ছিলেন।* মহীপাল নামক এক রাজা ধৰ্ম্মপালের সময়ে বা কিঞ্চিৎ পূৰ্ব্বে উত্তর ৪ সাহিত্যপরিষৎ পত্রিক, ত্রয়োদশ ভাগ, ৪র্থ সংথ্যা ।
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৩২
অবয়ব