愛シ○ গৌড়ের ইতিহাস । “তুব্বারারি-বরুথিনী প্রমথনে দানে চ বিদ্যাধরৈঃ সানন্দং দিবি যন্ত মার্গণ-গুণগ্রামগ্রহে গীয়তে | কাম্বোজান্বয়জেন গৌড়পতিনা তেনেদুমৌলেরয়ং প্রাসাদে নিরমায়ি কুঞ্জরঘট বর্ষেণ ভূ-ভূষণঃ।” এই শ্লোকোক্ত বিশাল শিবালয়-নিৰ্ম্মাতা গৌড়-রাজ যে কাম্বোজবংশীয় ছিলেন, তাহ প্রমাণিত হয়। সম্ভবতঃ কাম্বোজ ও শূরগণ মূলতঃ অভিন্ন ছিলুেন। مم কনোজ-রাজ যশোবন্মদেব গৌড় আক্রমণ করিয়াছিলেন। বাকৃপতি রাজ-প্রণীত “গৌড় বহে|” নামক কাব্যে লিখিত আছে, যশোবন্মার আগমনে প্রথমতঃ গৌড় রাজের সেনাগণ ভয়ে পলায়ন করিয়াছিল, কিন্তু কাপুরুষবং এরূপ পলায়ন অ্যশস্কর ভাবিয়া, তাহার কনোজসৈন্তকে আক্রমণ করে। তখন বর্ষাকাল, গৌড়-সেনার শোণিতে যুদ্ধভূমি পঙ্কিল হইয়া গিয়াছিল। গৌড়-রাজ ধৃত ও নিহত হন । এই গৌড়রাজের নাম ও বংশ এপর্য্যস্ত জানা যায় নাই । অনস্তর কনোজরাজ বঙ্গেশ্বরকেও পরাজিত করেন । কাশ্মীর রাজ ললিতাদিত্য মুক্তাপড়,৬৯৫ খৃষ্টাব্দ হইতে ৭৩১ খৃষ্টাব্দের মধ্যবৰ্ত্তী কোন সময়ে, গৌড় অধিকার করিয়া গৌড়-রাজকে কাশ্মীরে লইয়া গিয়া বধ করেন। গৌড়বাসিগণ ইহাতে ক্রুদ্ধ হইয়া কাশ্মীরে গমনপূর্বক, তথাকার রামস্বামী বিগ্রহের ধ্বংস করে ;–পরিহাস কেশবের মন্দির তাহাদিগের হস্ত হইতে অতি কষ্ট্রে রক্ষা পায় । ইহারা, বোধ হয়, বৌদ্ধধৰ্ম্মাবলম্বী ছিল, নচেৎ তাহারা দেবমন্দির ধ্বংস করিত না । কহল৭ পণ্ডিত ইহাদিগকে ‘গৌড়রাক্ষস বলিয়াছেন, এবং বলিয়াছেন, গেীভুবাসিগণ কাশ্মীর আক্রমণ কালে যাহা করিয়াছিল, তাহা বিধাতারও অসাধ্য। কহলণ তাহাদিগের প্রভুভক্তির প্রশংসা করিয়াছেন । তাহার
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৯৪
অবয়ব