পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস 3е а ৩১ ৷ লোলার্ক কাশীখণ্ডে উল্লিখিত কাশীস্থ প্রসিদ্ধ প্রাচীন সূৰ্য্য মূৰ্ত্তির পূজক ব্ৰাহ্মণগণ লোলার্ক নামে খ্যাত ছিল । ৩২। কোণ বৰ্ত্তমান কণারক, উড়িষ্যায়। বহু পুরাণে এই কোণার্ক স্বৰ্য্যমূৰ্ত্তির বর্ণনা আছে। শিল্প নৈপুণ্যে এই মন্দির ভারতের মধ্যে অদ্বিতীয়। বহু শিলালিপি হইতেও শাকদ্বীপীয় ব্রাহ্মণগণের পাণ্ডিত্য ও রাজগণের নিকট তাছাদের সম্মানের প্রমাণ পাওয়া যায়। গয়া জেলার অন্তর্গত গেৰিন্দপুর গ্রাম হইতে যে বৃহৎ শিলালিপি পাওয়া গিয়াছে, তাহাতে মান রাজবংশ ও শাকদ্বীপীয় এক প্রসিদ্ধ পণ্ডিতবংশের পরিচয় প্রাপ্ত হওয়া যায়। এই প্রসিদ্ধ পণ্ডিত বংশের সহিত গৌড়াধীশের মন্ত্রিবংশ শাকদ্বীপি ব্রাহ্মণগণের বিবাহ সম্বন্ধ ছিল । এজন্ম বিশেষ আবশ্বকীয় এই শিলালিপি খানি অবিকল উদ্ধৃত হইল। ওঁ নমঃ সরস্বত্যৈ । একত্রোন্নত-গাত্ৰ-গৌরবভরাৎ প্রাপ্তে তথা নম্রতামন্তব্র শ্রিয়মূদ্বহত্যক্তি লঘুং তুঙ্গে ভুজঙ্গেশ্বরে। বক্ষঃ সম্মুখ-সংস্তৃত-স্তনতটা সঙ্গোপসৰ্পং মুখং নিত্রা.দ. দধাতু দয়িত মাশ্লিষ্য বিশ্বম্ভরঃ ॥ দেবো জীয়াত্ৰিলোকৗমণিরয় মরুণো যগ্নিবাসেন পুণ্যঃ শাকদ্বীপঃ স গুস্বাধুনিধিব য়িতো যত বিপ্রে মগখা । বংশস্তত্র দ্বিজানাং ভ্ৰমিলিখিত-তনোর্ভাস্বতঃ স্বাঙ্গ... * স্বে বানানিনায় স্বয়মিত মহিতা স্তে জগত্যাং জয়ন্তি । তেষাং যঃ প্রথম সমস্তনিগম-জ্ঞানাত্ম-বিদ্যাপদং বুদ্ধ ব্যাপৃত এব নিতাযজন-ব্যাপার-পারীণ ।