পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ 8b" গ্রহবিপ্র ইতিহাস প্রদীপহীন রাত্রি বা স্বৰ্য্যহীন আকাশের স্তায় জ্যোতিৰ্ব্বিদ হীন রাজ। পথে অন্ধের ন্যায় ভ্রমণ করেন । এজন্য জয়, যশ, লক্ষ্মী, ভোগ, মঙ্গল অভিলাষী রাজা, বিদ্যান জ্যোতিৰ্ব্বিকে সঙ্গে লইয়া গমন করিবেন। দৈবজ্ঞ অনাদৰে দোষ । কুংহ্মোপাঙ্গ-কুশলং হোরা-গণিত-নৈষ্টিকং । যো ন পূজয়তে রাজা স নাশ মুপগচ্ছতি । ধে রাজা, হোর ও গণিতশাস্ত্রে কুশল জ্যোতিৰ্ব্বিদের পূজা না করে, সে নাশ প্রোপ্ত হয় জ্যোতিষ শাস্ত্রের প্রবর্তক । সূৰ্য্যঃ পিতামহো ব্যাসে বসিঃোহf8: পৰশিরঃ । কগুপো নারদো গৰ্গে। মরীচি ষ্ট্র রঙ্গিরাঃ ॥ রোমকঃ পৌলিশশ্চৈব চ্যবনে যবনে ভৃগুঃ । শৌনকোহষ্টাদশ চৈতে জ্যোতিঃশাস্ত্রপ্রবর্তকাঃ ॥ স্বৰ্য্য, ব্রহ্ম, ব্যাস, বশিষ্ঠ, অত্রি, পরাশর, কগুপ, নারদ, গর্গ, মরীচি, ৰহু, অঙ্গির, রোমক, পৌলিশ, চ্যবন, যবন, ভৃগু, শৌনক এই ১৮ জন গুৰি জ্যোতিষ শাস্ত্রের প্রবর্তক । এই সকল জ্যোতিষঙ্গ ঋষিগণ কিরূপ পূজণীয় ছিলেন, তাহ হিন্দুসপ্তান মাত্রেই অবগত আছেন। বঙ্গদেশীয় জ্যোতিৰ্ব্বিদ গ্রহবিপ্রগণ ও পূৰ্ব্বতন রাজগণের নিকট হইতে বহু ব্ৰহ্মত্র দেবত্র ভূসম্পত্তি পাইয়া ছিলেন। অর্থ লোলুপ জমিদারগণ এই সকল সম্পত্তির অধিকাংশ আত্মসাৎ করিলেও এখনও প্রায় সঙ্কল জেলাতেই গ্রহবিপ্ৰগণের এইরূপ সম্পত্তি রহিয়াছে ।