পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস নিম্নোক্ত নয়টি শাকদ্বীপি ব্রাহ্মণকে গ্রগুযজ্ঞ নিৰ্ব্বাহের জন্য সঙ্গে লইয়। আসেন এবং তাহদের দ্বারা যথাবিধানে গ্রহযজ্ঞ সমাপন করিলে অল্পদিন মধ্যে রাণীর গর্ভ লক্ষণ প্রকাশ পায় । রাজা গর্ভ ফল জানিবার জন্য ক্টাহাদিগকে কয়েকমাস ক্রথায় থাকিবার জন্য অনুরো করেন। উপযুক্ত সময়ে রাণী একটি স্বলক্ষণ পুত্র প্রসব কবেন রাজা গ্রহ য’জর প্রত্যক্ষ ফল জানিয়া তা দিগের প্রতি অতিশয় সন্তুষ্ট হন এবং প্রচুর ভূসম্পত্তি দান কবিয়া সেই স্থানে স্ত্রীপুত্ৰ’দ লইয়। পাস করিতে অনুরোধ করেন । রাজার আদেশে তাহারা তথায় বাস করিতে থাকেন । র্তাহাদের বংশধরগণ জ্যোতির্বিদ্য ও গ্রহযজ্ঞাদিতে পারদর্শী হওয়ায় গ্রহবি প বা আচার্য্য রাহ্মণ নামে খ্যাত । তাঙ্গাদের নয়টিব নাম ও গোত্র এই, মুকুন্দ কাশুপ গোত্র, গঙ্গাধর গৌতম লক্ষ্মীকান্ত ভরদ্বাজ, রাজীব পরাশর, শ্বিনাথ মোগলী, অমর শাণ্ডিল্য এবং গোবিন্দরাম গৰ্গ গোত্রে জাত অসম প্রদেশের দৈবজ্ঞব্রহ্মণ । আসাম প্রদেশের গ্রহবিপ্রগণ সাধারণতঃ দৈবজ্ঞ ব্রাহ্মণ বা স্বৰ্য্যবিপ্ৰ নামে অভিহিত । চক্ৰধর বংশের বংশলতিকা হইতে জানা যায়, কান্তকুঞ্জের অন্তর্গত ধৰ্ম্মশালী গ্রামে গদাধর নামে একজন বিখ্যাত পণ্ডিত বাস করিতেন । র্তাহার তিনটি পুত্র ছিল। র্তাহাদের মধ্যে চক্রধর, পারিবারিক অশাস্তি বশতঃ গৃহত্যাগ করিয়া বারাণসী ধামে আগমন করেন। আসামের অন্তর্গত ঔনিয়তি সত্রের একজন গোস্বামী, কাশীধামে তাহার বিস্তাবুদ্ধি ও ধর্মপ্রবণতায় মুগ্ধ হইয় তাহাকে আপন সত্রে জানয়ন করেন। আসামরাজ এই বিচক্ষণ পণ্ডিতের বিদ্যাবত্তার পরিচয় পাইয়া তাহাকে রাজসভায় সম্মানিত “কাঠ বরুয়ার” পদে নিযুক্ত করেন!