পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস ১৫৯ প্রাচীন গ্রন্থেও এই দৈবজ্ঞ ব্রাহ্মণগণের কথা পাওয়া যায় । “পুরুষোত্তম গজপতি” নামক আসামের একজন ক্ষত্রিয় রাজ! এই “দ্বীপিকাচান্দা” গ্রন্থ আসামীভাষায় অনুবাদ করেন । তিনি নিজকে অযোধার রাজা রামচন্দ্রের ংশজাত বলিয়া পরিচয় দিয়াছেন । আহম রাজাদিগেরও পূৰ্ব্বে ইনি আসামের এক অংশে রাজত্ব করিয়াছেন । “গঞ্জপতি- ইহার উপাধি । আসাম-বুরুজ্ঞা হইতে জানা যায়, যিনি একশত হস্তী রাখিতে পারিতেন, র্তাহাকেই এই উপাধি দেওয়া হইত। উক্ত রুদ্রযামল গ্রন্থ পূৰ্ব্বোক্ত নবীনচন্দ্র বরদলৈ মহাশয়ের পিত। yস্বগীয় রায়বাহাদুর ( ডেপুটী মাজিষ্ট্রেটু । মাধবচন্দ্র বরদলৈ এবং বাজালীর শ্ৰীযুক্ত পদ্মনাথ অধিকারী মহাশয় পৃথক পৃথক ভাবে দুই খানি মুদ্রিত করিয়াছেন। গ্রন্থ খানি বহু প্রাচীন এবং শ্ৰীচৈতন্য দেবের আবির্ভাবের বহু পূৰ্ব্বে গ্রন্থখানি অনূদিত হইয়াছিল। সাঞ্চিভায়ায় লিখিত ও আসামগভর্ণমেণ্ট কর্তৃক স্বরক্ষিত আসামবুরাধীতে “হরগেীরী-সংবাদের” কথা জানা যায় । প্রাগাক্তাধিক যুগে কামতেশ্বর মহিষী, গৌড়রাজ কুমারী স্থলোচনা, দীননাথ নামক এক ব্রাহ্মণের মুখে হরগোরী সংবাদ পাঠ শ্রবণ করিতেন । এই হরগোরী সংবাদের ও দ্বীপক চন্দাতে স্থধ্যবিপ্রদের অতি উচ্চস্থান দেওয়া হইয়াছে { এতেক সে মহামুন সব শ্রেষ্ঠ তৰ। তাহান সমান একো নাহি আন নৰ ৷ মোত হুস্তে দৈবজ্ঞ বিপ্রে সে শ্রেষ্ঠ জানি । সমান করিয়ু থৈলা ধৰ্ম্মত প্রমাণি ॥ হেন জানা ভাসম্বারে নাহি ভিন্ন ভিন্ন । শ্রুতিশাস্ত্রে জ্যোতিৰ্ব্বেদে করি চারি ভিন্ন । ইহান্তে হৈবেক বেদ ধৰ্ম্মে অধিকার । একে ধৰ্ম্ম একে কৰ্ম্ম আচাৰ বিচাৰ ॥