পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԳՀ গ্রহবিপ্র ইতিহাস গৌর: কৃষ্ণশ্চ পতগ স্তয়ো বর্ণান্তরে নৃপ । তামো যন্মাৎ প্রবৃত্তং। ( ভীষ্মপৰ্ব্ব ১১ অধ্যায় । ) স্বর্ঘ্যের সমীপবৰ্ত্তি গ্রহ রোহিণীনন্দন বুদ্ধকে, রোহিণীনন্দন বলরাম রূপে ( বুধো নারায়ণং প্রাপ্ত ব্ৰহ্মাণ্ডপুরাণ ৫৭ অধ্যায় ) কল্পনা করিয়াছেন। এই সময়ে কৃত্তিক। নক্ষত্রে বাসন্ত বিষুব ও বিশাখ নক্ষত্রে জলবিষুবসংক্রান্তি এবং দুই নক্ষত্রে স্বৰ্য্য আসিলে দিনরাত্রি সমান হইত। এতা: ( কৃত্তিকাঃ ) প্রাচ্য দিশো ন চাবস্তে । ( তৈঃ উপনিষদ। } কৃত্তিকায় স্বৰ্য্য থাকিলে পূর্ণিমাতে চন্দ্র বিশাখায় এবং বিশাখায় স্বধা থাকিলে পূর্ণিমাতে চন্দ্র কৃত্তিকায় থাকে । কৃত্তিকানাং যদা সূৰ্য্যঃ প্রথমাংশ গতে ভবেৎ । বিশাখানাং তদা জ্ঞেয় শচতুর্থাংশে নিশাকরঃ ॥ বিশাখানাং যদা স্বর্ধাশ্চরতেহশং তৃতীয়কং ॥ তদা চন্দ্রং বিজানীয়াং কৃত্তিকাশিরসি স্থিতম্ ॥ বিষুবন্তং তদ বিদ্যাদেব মাহু মৰ্যয়: । সমা রাত্রি রহশ্চৈব যদা তদবিযুৰ ভবেৎ ॥ ( ব্ৰহ্মাওপুরাণ ৫৪ অধ্যায় ।) বিশাখ নক্ষত্রের নামান্তর রাধ। । ( রাধা বিশাখা ইত্যমরকোষ । ৰিশাখা নক্ষত্রে এবং কৃত্তিক নক্ষত্রে স্বর্ষ্যের গমনই রাধার কুঞ্জে ও চন্দ্রীবলীর কুঞ্জে কৃষ্ণের গমন কল্পিত হইয়াছে। অন্যান্ত নক্ষত্রে সূর্ধ্যের ভ্রমণ স্বারা বস্ত্রহরণাদি বর্ণিত হইয়াছে, বিস্তৃতি ভয়ে উল্লিখিত হইল না । এইরূপে সৌরধৰ্ম্ম বৈষ্ণবধর্শ্বে রূপান্তরিত হওয়ায় গ্রহবিপ্ৰগণের বর্তমান অবনতির অন্যতম কারণ হইত্তে পারে। পাঠকগণের নিকট নিবেদন তাহারা আমার লিখিত বিষয় সকল স্থিরভাবে চিন্তা করিবেন। ইতি ॥ ৫ শান্তিঃ ॥