পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 গ্রহবিপ্র ইতিহাস

এই রূপক ঘটনা হইতে প্রত্নতত্ত্ববিদগণ বলেন শাকদ্বীপে যন্ত্র দ্বারা গ্রঙ্গবেধ কবিবার পথ প্রথম আবিষ্কৃত হয় । এবং শাকদ্বীপি ব্রাহ্মণগণ গ্রহ বেধে পারদর্শী ছিলেন । আত্ৰেয় ঋষিগণ তুরীয় যন্ত্রধারা গ্ৰহবেধ এবং গ্রহণগণনায় পটু ছিলেন ইe ঋগ বেদে উল্লিখিত হইয়াছে । যং বৈ সূৰ্য্যং স্বর্ভান্স স্তমসাবিধ্যদণস্বরঃ । অত্ৰয় স্তমশ্ববিন্দগ্রহন্তে অশর বন ॥ ৯ । স্বভানোরধয়দিন্দ্রমায়া অবোদিবে বর্তমান অবাহন । গৃঢ় স্বৰ্য্যং তমসাপবতেন তুরায়েণ ব্রহ্মণ বিন্দদত্রি: ॥৬ । (ঋগ সংহিতা ৫i৪০৬ ) বায়ু পুরাণাদিতেও গ্রহবেধের উল্লেখ আছে । বিশ্বরূপ প্রধানন্ত পরিণামোহমুমদভুত । নৈব শক্যং প্রসংখ্যাতুং যথাতথ্যেন কেনচিৎ। গতাগতং মনুষ্যেষু জ্যোতিষাং মাংস চক্ষুষ । আগমাদকুমানচ প্রত্যক্ষাদুপপত্তিতঃ । পরীক্ষ্য নিপুণঃ ভক্ত: শ্রদ্ধাত বiং বিপশ্চিত । চক্ষুঃশাস্ত্র জলং লেপঃ গণিতং বুদ্ধিমত্তমাঃ । পঞ্চৈতে কেতবে জ্ঞেয়া জ্যোতিগণবিচিস্তনে । বাযুপুরাণ ৫৩ অধ্যায় ) প্রকৃতির এই বিশ্বরূপ পরিণাম অ্যশ্চর্যা । মনুষ্যগণ মাংস চক্ষু দ্বারা জে।তিষ্কগণের গভাগত অন্তি ভাবে নিরূপণ করিতে পারে না । শাস্ত্র, অনুমান, প্রত্যক্ষ, ও উপপওি দ্বারা নিপুণভাবে পরীক্ষা ( অব জারভেশন ; কবিয়া যাহ। প্রাপ্ত হওয়; ধায়, তাহাতেই পণ্ডিতগণ শ্রদ্ধা অর্থাৎ সত্য বলিয়া স্বীকার করিয়া তাহাদ্বারা ধৰ্ম্মকাল নির্ণয় করিবেন । হে ৰুদ্ধি সত্তম মনুষ্যগণ । চক্ষ, সিদ্ধান্তশাস্ত্র, জল, লেখ্য (ছবি), গণিত, গ্রহনির্ণয়ে এই পাঁচটা হেতু জানিবে ।