পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 গ্রন্থাবপ্র ইতিহাস چه করিতেন। ভগবান স্বর্ঘ্যের পত্নী দিব, বা সংজ্ঞার গর্ভজাত পুত্র মন্ত,মেরুর পশ্চিমে রাজত্ব করিতেন। এই মেরুই শাকদ্বীপের প্রথম বর্ষ। সুতরাশাকদ্বীপই সকল মনুষ্যগণের প্রথম বাসস্থান ছিল। এইস্থান হষ্টতে মহুষ্যগণ ভিন্ন ভিন্ন স্থানে গমন করিয়াছেন । এই স্থানের ব্রাহ্মণগণ সাধারণত: “দিব্য ব্রাহ্মণ’ নামে আখ্যাত হইতেন। পূৰ্ব্বে বলা হষ্টয়াছে "দ্বোরাদিত্যে ভবতি”। আদিত্য দিবাদেশেব অধিপতি ছিলেন । এজন্ম আদিত হইতে উৎপন্ন ব্রাহ্মণগণ, দিব্য ব্রাহ্মণ নামে খ্যাত । দিব্য শ্চৈতে স্মৃত বিপ্র) আদি তাঙ্গ সমুদ্ভবাঃ । মন্থর সন্তান চক্ষাকুবংশীয় রাজগণ এই মেরুর পশ্চিমস্থ শাকদ্বীপে বাস করিয়া শাক্য বা শাকদ্বীপি ক্ষত্রিয় নামে অভিহিত ছিলেন, তাঙ্গদের ব্রাহ্মণগণও শাকদ্বীপি ব্রাহ্মণ নামে খ্যাত ছিলেন । বৌদ্ধধৰ্ম্মপ্রবর্তক ভগবান শাকাসিত বুদ্ধদেব শাকদ্বীপি ক্ষত্রিয় ছিলেন, ইহা নিৰ্ব্বিবাদে সকলেই স্বীকার কবেন । ইনি এই ইক্ষ্মাকুবংশেই জন্মগ্রহণ করিয়াছিলেন । কলিযুগে সুৰাবশবর্ণনায় উক্ত হইয়াছে । বৃহদ্বলন্ত দায়াদে বারে রাজা হারুক্ষয়ঃ। উরুক্ষয়স্থতশ্চাপি বৎস্তষ্ক্রোহো মহাযশী । বংস্তব্রোহাৎ প্রতি ব্যোমস্তস্ত পুত্রো দিবাকর" । তস্তৈব মধাদেশে তু অযোধ্যানগরী শুভী । শুদ্ধৌদনস্ত ভবিতা সিদ্ধার্থঃ পুষ্কল: স্বত: । এতে চৈক্ষাকব; প্রোক্ত। ভবিষ্য। যে ফলে যুগে। ( মৎস্যপুরাণ ২৭২ অধ্যায় ) প্রথমে ইক্ষাকুব শীঘ্রগণ দিব্য দেশে বাস করিয়া দিব্য মাস্থ্য নামে অভিহিত হইন্ডেন । তাহাদের পুরোহিত বশিষ্ঠ প্রভৃতি ভোজকত্ৰাহ্মণগণও দিব্যব্রাহ্মণ নামে খ্যাত ছিলেন ।