পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রহবিপ্র ইতিহাস @@ শাকদ্বীপি ব্ৰাহ্মণগণ দ্বারকার সন্নিহিত স্থানে দৈবজ্ঞ ব্রাহ্মণ নামেই স্বভিহিত হইতেন । শরদ্বীপে চ বেদাগ্নিঃ শাকদ্বীপে চ সাৰ্যকঃ ! ভূমধ্যে চ ব্রহ্মচারী দৈবজ্ঞে দ্বারকাপুরে । দ্রাবিড়ে মৈথিলে চৈব গ্রহবিপ্রেতি সংজ্ঞক । অঙ্গদেশে ধৰ্ম্মবক্তা পাঞ্চালে শান্ত্রিসংজ্ঞক: । সারস্বতে শুভমুপে। গান্ধারে চিত্রপণ্ডিতঃ । তাঁরহোত্রে তিথিবিপ্রো নাটকে বেদপাঠ ক: , রুদ্রালে জ্যোতিষিবিপ্রো ব্ৰহ্মলে বিধিকারকঃ । বভ্রাটে যোগবেত্তাচ নেপালে দেবপুজক । রাঢ়দেশে উপাধ্যায়ে। গয়ায়াং তন্ত্ৰধারকঃ । কলিঙ্গে জানবিপ্র: স্মাদাচার্য্যে! গৌড়দেশকে । ব্রহ্মযামল । ) শাকদ্বীপি ব্রাহ্মণগণ, শরদ্বীপে বেদাগ্নি, শাকদ্বীপে সাধা, মধ্যদেশে ব্ৰহ্মচারী দ্বারকায় দৈবজ্ঞ, দ্রাবিড় ও মৈথিলে গ্রহবিপ্ৰ, অঙ্গদেশে ধর্শ্ববক্ত, পাঞ্চালে শাস্ত্রী সারস্বতে শুভমুখ, গান্ধারে চিত্রপণ্ডিত, তীরহোন্ত্রে তিথিবিপ্ৰ, নাটকে বেদপাঠক, রুদ্রালে জ্যোতিষী, ব্ৰহ্মলে বিধিকারক, বভ্রাটে যোগবেত্ত, নেপালে দেবপূজক, রাঢ়দেশে উপাধ্যায়, গয়ায় তন্ত্ৰধারক, কলিঙ্গে জানবিপ্ৰ, গোড়দেশে সাধারণতঃ আচাৰ্য্য নামে অভিহিত । এইরূপে দিব্যদেশ হইতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশু, শূদ্রগণ এদেশে আসিলে এদেশেও চতুর্বর্ণ সমাজ প্রতিষ্ঠিত হয়। দিব্যদেশের সহি ত তখন সামাজিক বন্ধন, যাতায়াত ও বাণিজ্য সম্বন্ধ ছিল । ভারতে উপনিবিষ্ট মনুষ্যগণ অপেক্ষা দেবগণ বিদ্বান বুদ্ধিমান ও শক্তিশালী ছিলেন এজন্য