পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ উচ্চ করেন, অতএব তাহাৰাই আমাদের স্বপক্ষে যুদ্ধ করিবেন। অপর হে বন্ধু সেনাগণ আমাদের জয়ভিন্ন অন্য ভরসা নাই, সূতরা তাহ প্রাপ্ত হইতে যদ্যপি আমাদের অত্যন্ত ক্ষতিও হয় তত্ৰাপি তাহা উত্তম । এব°২ অামার মত এই যে তোমাদের সম্মতি হইলে আমাদের সুগম ও সহজ গমনের জন্য তাৰৎ অনাৱশ্যক সামগ্রী পরিত্যাগ কৰিয়া যাহ। নিতান্ত আবশ্যক তাহাই কেবল রাখা উচিত। ইহাতে সকল সেনাগণ অাপনাদের হস্ত তুলিয়া সম্মতি প্রকাশ কৰিল ; এবণ অৰিলম্বে তাহাৰ। শিবিরে অগ্নিস-যোগ করিয়া যাহারং নিকট অধিক সামগ্ৰী ছিল তাহার। অন্যান্যের সহিত বিভাগ করিয়া অবশিষ্ট দগ্ধ করিল। পরে কেরিসোফ * নামক স্লাটীয় সেনাপতি সৈন্যের অণুভাগ লইয়া এবং সিনোফন ও টাইমেসিয়* পশ্চাৎভাগ লইয়া যাত্রারম্ভ করিয়া বৃহৎ২ নদীর মূলভাগে গমন করিতে লাগিলেন, কেনন। সেনাগণ অনায়াসে হাটিয়া পারহষ্টতে পারিৰে । কিন্তু তাহারা বিস্তুব দূর যাইতে না যাইতে, শজুদের একদল ধানুকী ও ফিঙ্গা নিক্ষেপক সৈন্য মিথ্রিডেটি * দ্বারা আনীত হইয় তাহদের পশ্চাৎ ভাগ আক্রমণ করত অনেককে আঘাতী করিল। কেনন। গ্রীকের। ভারী অস্ত্ৰধারী এব^ তাহাদের অর্থারূঢ়ও ছিল ন। এ জন্য তাহার। প্রতিযোগ করিতে পারে নাই। এইরুপ দুখ পুনৰ্ব্বার না ঘটে এই অভিপ্রায়ে সিনোফন * রোড়" জাতীয় দুই শত জনকে ফিঙ্গাধারী করিলেন, এব^পঞ্চাশৎ জনকে দুৰ্য বাহক অশ্ব দিয়া অশ্বারা করিলেন, অতএব যখন মিশুিডেট • পূর্বাপেক্ষায় অধিক লোক সহ দ্বিতীয় বার আইলেন, তখন উপহার বিস্তুর ক্ষত্তি হইয়। তিনি তাড়িত হইলেন, এবপ২ গুীকের স্বচ্ছদে টাইগ্রীস্ নদীর তীরন্থ লারিস। t নামক