পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»ፃቁ রূপে দ্বাদশ কিম্বা পঞ্চদশ দিৱস গমনের পর তাহারণ টেকোয় { নামক একটা অতি উচ্চপৰ্ব্বতে পহুছিয়া সেস্থানহইতে সমুদ্র দেখিতে পাইল । যাহার। প্রথমে সমুদ্র দেখিয় ছিল তাহার। আনন্দিত হইয়া বহু ক্ষণ পর্যন্ত এমত চীৎকার করিয়া উঠিল যে সৈনের অণুভাগ শত্ৰুৰ আক্রমণ করিয়াছে এই মত ভা বিয়া সিনোফন • অবিলম্বে তাহাদিগকে আশুয় দিবার কারণ গমন করিলেন। কিন্তু ক্রমে নিকটবৰ্ত্তী হইয়। ঐ সমুদ্র ঐ সমুদ্র এই শব্দ তিনি স্লষ্ট শুনিতে পাইলেন, তাহাতে তাহার শঙ্কা ঘুচিয়া মস্থাউল্লাস জন্মিল। পরে পর্বতের শৃঙ্গের উপর উঠিৰাতে ঐ সমুদ্র ঐ সমুদ্র ধূনি হইতে লাগিল, তৎকালে সকলের অন্তঃকরণ পুলকিত হইয়। আনন্দাশ্র ধারা বহিতে লাগিল, এবণ৯ আপনাদের অধ্যক্ষেরদিগকে আলিঙ্গন করিতে লাগিল । অপর সেনারা সেনাপঙিছের আজ্ঞা পাইতে মা পাইতে আপনার প্রস্তর স^গুছ করিয়া ভগ্ন ঢাল ও অন্যান্য অস্ত্রের সহিত একটা জয় মঞ্চ নিৰ্ম্মাণ করিল। পরে ঐ স্থান ত্যাগ করিয়। তাছারা কালকি + নামক পৰ্ব্বত শূেণীরদিগে যাত্রা করিল। ঐ শ্রেণীর মধ্যে একটা পৰ্ব্বত অন্যান্য অপেক্ষায় অধিক উচ্চ ছিল, ত৷হ। তদেশীয়ের অধিকার করিয়াছিল। তথাকার পথ অতিশয় অসমান এই প্রযুক্ত ট্রকেরা যুদ্ধৰৎ শ্রেণীতে গমন করিতে ন পারিয়া অল্পে ২ গমন করত অতিশয় সাহসে শত্ৰুদিগকে আক্রমণ পৰ্ব্বক পরাভৰ করিয়া পৰ্ব্বতের অন্যদিগ দিয়া নিমুস্থানে উত্তীণ হইল। ঐ স্থানে একটা অশ্চর্য ঘটনা ঘটিয়াছিল, তাহতে প্রথমে কিঞ্চিৎ ভয়ের বিষয় হইয়াছিল, যথা ঐ স্থানে বিস্তুর মধু মক্ষিকার চাক পাইয়া অপৰিমিত মধুপানে তাহার। হঠাৎ এমত বমন ও উদর পীড়া গন্ত হুইল যে যাহাঁদের অল্প ব্যামোহ হইয়াছিল তাহারাও