পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্যবস্থাদায়ক কৰ্ম্মে উত্তম রূপ পারগ হইবার কারণ পাইকগ* কুটা উপদ্বীপে পৰ্য্যটন করিতে গেলেন, এৰসে স্থানছইতে অণশিয়াতে f আগমন করিয়া তথায় হোমর* কৃত গ্রন্থ সকল পাইয়াছিলেন । পরে আশিয়া f হইতে মিসর f দেশে যাত্র করিলেন, এব^ এই প্রকারে নানা দেশের ও নানা জাতির রীতি ব্যবস্থাদি জ্ঞাত হইয়ণ তিনি স্বদেশে পুনর্গমন করিয়া রাজ্যস্থ প্রধান ২ লোকদিগের সাহায্যদ্বারা বিখ্যাত রাজনীতি শাস্ত্র অর্থাৎ ব্যবস্থাগুন্থ প্রকাশ করিলেন। তাহার এই ২ রুপ নিয়ম স্থির হইয়াছিল । যখ। রাজৰ-শীয়েরা পৰ্ব্বমত ক্রমানুসারে রাজা হইবেন ; কিন্তু” সেনেট † নামক এক মহাসভা স্থাপিত। হওয়াতে উাহাদিগের শক্তি অতিশয় দ্রাস হুইল। প্রধান ২ নগরস্থ অষ্টাৰি-শতি জন মনোনীত হইয়া এই মহাসভা স্থাপিত হইত, কিন্তু তাহারণ ষষ্টি বৎসরেব নতুন বয়স্ক হইলে সে কৰ্ম্মোপযুক্ত হইতেন না। ইহা হইয়াও রাজাদিগের সন্তুম ও মর্যাদার তাবৎ চিহ্ন রহিল, যেহেতুক সকল সাধারণ সমাজে তাহারণ শ্রেষ্ঠাসন পাইতেন, অন্য কোন কার্য্যোপলক্ষে তাহারা প্রথমে সম্মতি দিতেন, ও অন্য কোন দেশহইতে দূত অথবা মান্য লোক আইলে তাছাদিগের নিকটেই যাইত, এব^ যুদ্ধ কালে তাহারা সৈন্যাধ্যক্ষ হইতেন ; কিন্তু এই সকল বিষয়ে ভাহাদিকে সেনেটের † মতাধীন থাকিতে হইত; সেটেনা সত্যের ইচ্ছা কৰিলে উtছাদিগকে শত্ৰুপ্রতিকূলে প্রেরণ কিম্বা স্বদেশে আনয়ন করিতে পারিতেন । ঐ মহাসভোরা আরও অধিক সম্ভান্ত ছিলেন, কারণ উtহাদিগের সেই পদ জীবনাবধি থাকিস্ত, এতভিন্ন তাহাদিগের অনেক রাজকর্মের ভার প্রাকাতে তাহাদিগের উপরেই বিচার করিবার বিশেষ ভূার ছিল। এই কৰ্ম্ম তাহার। এমত উত্তম রূপে নিষপত্র 哑