পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مكلاسيفيه cগরই চেষ্টায় ছিল ; এইক্ষণে সেই অবকাশ পাইয়। তাহারা আহ্লাদ পূৰ্ব্বক পৰ্ব্ব শত্রুদের প্রতিকূলে যাত্রা করিবার নিমিত্ত আলেকসাণ্ডরকে * আপনাদের সেনাপতিস্বরূপ স্বীকার করিল। ঐ শত্ৰুদিগকে বিনষ্ট কবিতে পুনঃ পুনঃ তাহার। দিব্য করিয়াছিল, এইক্ষণে তাহ অনায়াসে সফল হইবার অাশা হইল । কেবল লাসিডিমোনীয়েরাই • আলেকসাগুরকে * সৈন্যাধ্যক্ষ করণে আপত্তি কবিয়া কহিয়াছিল যে আমরা চিরকাল সকল বৃহৎ কীৰ্ত্তির অধ্যক্ষতা করিয়াছি, কখনও অন্যের বশে যাই নাই । সে যাহাহউক, সভাস্থ সকলের যে মত হইল তাহাতেই তাহাদিগকে সম্মত হইতে হইল সুতরা অবশেষে পাশাদের * প্রতিকূলে আলেক্সাণ্ডর “ই প্রপানাধ্যক্ষম্বরুপ নিযুক্ত হইলেন । তাহার এই উচ্চপদ প্রাপ্ত হওয়াতে পণ্ডিতেরা ও নান। নগরের শাসনকৰ্ত্তার এবপ২ অন্যান্য প্রধান ব্যক্তি সকল আনন্দোৎসব করিয়াছিলেন , এই প্রযুক্ত তিনি ভাবিয়াছিলেন যে সাইনেলপি t নিৰাসি ডাই ওজিনি * নামক পণ্ডিতও ঐরূপ অানন্দোৎসব করিৰেন ; তিনি তৎকালে কোরিন্থে t ছিলেন । কিন্তু ডাইওজিনি " তাছার নিকটে না অাদিতেই তিনি অাপন তাৰ সভাসদকে সঙ্গে লইয়। ঐ পণ্ডিতের সহিত সাক্ষাৎ করণার্থে গমন করিয়। দেখিলেন যে তিনি ভূমিতে শয়ন করিয়া রোদু পোহাইতেছেন । এমত প্রধান ব্যক্তিকে ঐ দুরবস্থান্বিত দেখিয় তিনি জিজ্ঞাসা করিলেন যে তোমার কোন দুৰ্যের প্রয়োজন আছে ? কহ তাহ অামি তোমাকে দিব । ডাইওজিনি * উত্তর করিলেন আমি তোমার নিকট আর কিছু ভিক্ষ চাহি না কেবল এই চাহি যে তুমি রৌদ্র ছাড়িয়া দাড়াও । এই উত্তর শুনিয়া রাজার