বিষয়বস্তুতে চলুন

পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wao বৃষ্টি ধারাবৎ তাহার প্রতি বাণ নিক্ষেপ করিয়াছিল বটে,তত্ৰাপি তিনি ঐ নদী অবিলম্বে পার হইয়া থড্রহস্তে শতুদিগকে আক্রমণ করিলেন, তাহাতে তাহদের মধ্যে শীঘু গোলোযোগ উপস্থিত হইল । আলেকসাগুর - ডেরাইয়ের * সহিত স্বয়~ যুদ্ধ করিয়া তাহাকে স্বহস্তে বধ করিবার গৌরব প্রাপ্তহইতে নিতান্ত ইচ্ছুক হইয়ণ র্তাহাকে আক্রমণ কৰিলেন, এমতকালে পারস ভূপতির ভাত আকুঞ্জুি * অশ্বারোহণে ডেরাইয়ের রথের সম্মুখে দাড়াইলেন, তাহাতে ডেৱাইয়ের* প্রাণ রক্ষা হইল বটে, কিন্তু ভদুর। তিনি ঐ যুদ্ধে পরাভূত হইলেন, যে হেতক ভূপতির রথের অশ্ব সকল এমত অস্থির হইল যে তাহাতে রথের যোযগলি বেগে লড়িতে লাগিল, তাহাতে রাজাব প্রায ভূমি পতিত হইবার উপক্রম হইয়াছিল। ভূপতি আপনি জীৱদশায় শতুহস্তে পতিত হইবার লক্ষণ দেখিয়া রথহইতে কমু প্রদান পৰ্ব্বক ভূমিপতিত হইয়া অন্য এক রথে আরোহণ করিয়া পলায়নোমুখ হইলেন । ইহা দেখিয়া তাছার তাৰ সৈন্যের স্বং অস্ত্র সকল ত্যাগ করিয়া অবিলম্বে পলায়ন করিল। এই যুদ্ধে আলেক্সাণ্ডর * আপন উরুদেশে এক সামান্য আঘাত প্রাপ্ত হইয়াছিলেন, কিন্তু তাহাতে কোন ভয়ের বিষয় হয় নাই । আলেক্সাণ্ডরের* নিজদল ভুক্ত মসিডনীয়েরা" ডেরাইয়ের নিজ দল ভুক্ত পাশাঁদগকে * অনায়াসে পরাভূত করিয়াছিল বটে, কিন্তু ডেরাইয়ের * বেতনভোগি গুীকদের * সহিত যে মাসিডনীয়ের • যুদ্ধে প্রবৃত্ত হইয়াছিল তাহার। হঠাৎ ঐ রূপ জয়ী হইতে পাবে নাই। পরে আলেকসাগুর * পলায়িত পার্শীদের * তাড়ন। করত অল্পদব পর্যন্ত পশ্চাৎ ২ গমন করিয়া পুনৰ্ব্বার স^গ্রামস্থলে আগমন পূর্বক মক্কা