পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ף8סי দিকে দাড়াইয়ণ র্তাহাকে ৰক্ষা কবিয়াছিল, শেষে সকলে একত্র হইয়। নগরবাসিদের তাবৎকেই থভুদ্বারা নষ্ট করিল। পূৰ্ব্বোক্ত আঘাতদ্বাৰা আলেকসগুরেব* যে ক্ষত হইয়াছিল তাহাক এক দিবস পর শুষ্ক হইলে তিনি নদীব উভয় পাশ্বস্থ দেশ সকলকে জয় করিতে লাগিলেন , শেষে নদীর দক্ষিণ সীম পর্যন্ত গিয়া তিনি ইণ্ডিয়ন অর্থাৎ ভাৰত সাগরের অতিশয় জোয়ার বৃদ্ধি দর্শনে চমৎকৃত হইলেন, যেহেতুক মেডিটরেনিয়ন + অর্থাৎ ভূমধ্যস্থ সমুদ্রে তাদৃক কখনও দেখেন নাই ; ঐ সমুদ্রস্থ জলেৰ দ্রাসবৃদ্ধি হয় এমত কিছুই বোধ হয় না। সিন্ধু নদীর দক্ষিণ সীম। পয্যন্ত গমন করিয়াই তাহাৰ যুদ্ধযাত্রা সমাপ্ত হইল, তথায় ৰিস্কৃত মহা সাগরের প্রতি দৃষ্টি করিয়া তিনি অশ্রুপাত পূৰ্ব্বক খেদ করিয়া কহিযাছিলেন, হায় ! আমার জয়ের নিমিত্ত ইহার পর আর দেশ নাই । এই প্রযুক্ত তিনি স্বদেশে পুনগমনের মনস্থ করিলেন, এব^ নিয়ার্ক" নামক এক ব্যক্তিকে আপন ডিঙ্গা সকলের অধ্যক্ষ করিয়া ভারত মহাসাগরের তীর দিয়া প।াশী মোহান। পর্যন্ত যাইতে আজ্ঞা দিয়া আপনি সসৈন্যে বাবিলনী নগবের প্রতি যাত্রা করিলেন । ৰাবিলনের + প্রতি যাত্রায় তিনি যেং দেশ দিয়া প্রথমে গমন করিয়াছিলেন সে সকল স্থান অতিশয় দরিদু, ও তথায় অাহায্য দুৰ্যের অপ্রাপ্তি প্রযুক্ত তাহার সৈন্যদের অতিশয় কষ্ট হইয়াছিল ; কিন্তু গাড়োশিয়া f নামক ঐ অঞ্চলের এক উৰ্ব্বরণ ও ঐশ্বৰ্য্যশালি প্রদেশে উত্তীণ হওয়াতে তাহারা তাৰৎ প্রকার আবশ্যক দুৰ্য ও সুখভোগের সামগুী পাইয়া পরম সুখে উপভোগ করত তাবৎ প্রকার অপরিমিতাচরণ করিতে লাগিল। আলেক্সাণ্ডর • ৰাকের • অনুরূপ করণের ইচ্ছায় /মাট অশ্বযুক্ত একটা চতুষ্কোণ মঞ্চের উপর দিৰাষ্ট্রাত্ৰি ৰসিয়া