বিষয়বস্তুতে চলুন

পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8°、 প্রজ্ঞাণ মিল্টায়ভির • উপরে দর্শিল ; কারণ যে সময়ে তিনি পারিয়দের * লছিত যুদ্ধে অন্ত্রাঘাতে পীড়িত হইয়াছিলেন, সেই সময় সান্থিপ * নামক এক ব্যক্তি তাহাকে ঘুষ গুহণের অপৰাদ দিয়াছিল, তাহাতে সকলের সম্মুখে উপস্থিত হইয়া প্রভূত্তর করিতে অক্ষম হওয়াতে তাহার প্রাণ দণ্ডের আজ্ঞা হইল। কিন্তু আথানীয়রা - তাহার কার্য্য সকল স্মরণ পৰ্ব্বক ঐ নিষ্ঠুর আজ্ঞার পরিষৰ করিয়া পঞ্চাশ টেলেণ্ট মুদ্র দণ্ড করিৰার জাজ্ঞা করিল। কিন্তু মিল্টায়ডি * ঐ মুদ্র দিতে অশক্ত হওয়াতে তাহারা তাহাকে করাগারে বদ্ধ করিলে তথায় তিনি কিছুকাল পরেই মারলেন ; কিন্তু যাবৎ ঐ মুদ্রার পরিশোধ মণ হয় তরিৎ, তাহার শরীর কবরস্থ করিবার অনুমতি ম। করাতে তাহার পুত্র সাইমন * সকল আত্মীয় অন্তরঙ্গের নিকট যাচূঞা করিয়া ঐ মুদ্রার পরিশোধ পূর্বক আীপন পিতার সৎকাৰ্য সুন্দর রূপে করিলেন। a अशोङ्ग । মিল্লায়ভির • মৃত্যু অবধি সর্কির • গ্রীকৃ} দেশাইতে পলায়ন পর্যস্তের বিবরণ। মেরাথনের + যুদ্ধে পরাভব হওয়াতে তারাইয়ের * যে ক্ষতি হইয়াছিল তাহাতে ভীত হওয়া দূরে থাকুক বরণ ক্রোধাস্থিত হইয়া গ্ৰীক দেশকে স্বয়^ আক্রমণ করিৰার উদ্যোন করিতে লাঞ্ছিলেন । এই কালে গুীক দেশের ভাগ্যক্রমে উাহার মৃত্যু হওয়াতে সে উদ্মোণের ব্যাঘাত হইল। সে যাহা হউক, তাহার পুত্র সক্কি" রাজা হইয়া পিতার ইষ্টগিৰি করিৰার প্রতিজ্ঞ করিলেন । ইজিপ্ট + দেশে