পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

go কাহার উপর নৌকাম্বারা এক সেতু প্ৰৱক্ত করিতে আজ্ঞা দিয়tছিলেন ; কিন্তু ঐ সেতু শুেতোদ্বারা ভয় হওয়াতে তিনি নিষ্ঠুর রূপে তন্নিৰ্মাণকারিদিগের মস্তক ছেদন করাইয়াছিলেন, এৱম্প উন্মত্তের ন্যায় সমুদ্রের প্রতি ক্রোধ প্রকাশ করিয়া ‘সমুদ্রের শান্তিজন্য কোড়া মারিতে ও তন্মধ্যে পূখল নিক্ষেপ করিতে আজ্ঞা দিলেন, যেন সমূদ্র তাহার ইচ্ছার বিপরীতাচরণ ৰুখন না করে । ইহাতে বোধ হয়, একাধিপত্য শক্তিত্তে কেৱল অস্তঃকরণ নষ্ট করে এমত নহে, কিন্তু বুদ্ধিকেও ক্ষীণ করে । তাহার পর শাস্তু অন্য একটা সেতু নির্মাণ করাইয় তাহার উপর দিয়া সৈন্যেরা অনায়াসে গমন করিল, কিন্তু তাহাদের এমত অসঃ২থ্য সৈন্য যে সাত দিনের পূর্বে ভদ্বারা পার হইতে পারে নাই। সন্ধুি" এই রূপে ইউরপে t উত্তীণ হইয়। অবিলম্বে গীক f দেশের প্রতি যাত্রা করিলেন, তাহাতে যে ২ দেশের মধ্য দিয়া গিয়াছিলেন, তাহার। সকলেই তাহার অধীনত্ব স্বীকার করিতে লাগিল ; গ্রীকের + গ্রপ্রদেশস্থেরাও উহার শক্তিতে ভীত হইয়া তাহার প্রথম আজ্ঞাতেই অধীন হইল ; কেৰল আন্ধানীয়ের৷” ও মাটীয়ের।” এতাদৃশ ভারুতায় ঘৃণা করিয়া আপনাদের আক্রমণকারিকে ৰাধা দিৰার মত স্থির করিয়া দেশের স্বাধীনতা রক্ষা করিব নতুবা মল্পিৰ এই রূপ প্রতিজ্ঞ করিয়াছিল । সক্কির • যুদ্ধোদোগের আরম্ভাৰধি তাহারা তাহার মনন্থের সংবাদ . পাইয় তাহ নষ্ট করিবার উদ্মো করিতে ছিল। শজুদিগের কত ও কি কুপ সৈন্য ইছা জানিবার জন্য তাহার সার্ডিতে f এক অনুসন্ধ্রানি দূত পঠাইয়াছিল, কিন্তু তাহাৱা ধত হইলে সক্কুি * তাহাগিকে কোন { rান্তি ৰণ দিয়া