পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস। سصح عاهيج تهييجعه فيها قدم حصصه শ্ৰীকৃষ্ণের পূর্বরাগ । 4াগ—-অক্সাত । এক দিন গোচাবণে সকল সখী সনে বসি এক তরুয়ার ছায়। নন্দের নন্দন হরি কহে কিছু মৌন ধরি স্থবল সখার পানে চায় ॥ সখী হে, কহ দেখি কি করি উপায় । ৫ হিয়া কবে কেন মত সহিতে ন পাবি এত নিরন্তর জ্বলিছে হিয়ায় ॥ সদায়ের কথা জান আমার বচন শুন কহ দেখি আমার মবম । মবম ব্যথিত তুমি বি আর বলিব আমি ১০ নয়ালে হয়েছে এক ভ্ৰম ॥ অপূৰ্ব্ব সে অকস্মাতে দেখিল নয়ানভিতে পূর্বাপরে যা দেখিল ভাই । শুন সখী মন দিয়া যেমন করিছে কিয়া শ্রবণ-পরশ কিছু কই ॥ Ꮌt? পূৰ্ব্বাপর যা দেখিল তাহ কিছু রাগ হইল সেই রূপপুর্বরাগ হল । পূর্বরাগ আগি হেন জ্বলিয়া উঠিছে যেন ইহার উপায় কিছু বল । সৈই হৈতে তন্তু মাের মরমে ققت) ياماة) جةl ن ج )ة তনু মন সব হৈল চল । & | আচম্বিতে পর দিনে ধবলী চলিলা বনে গেল বুকভাস্বপূব দিয়া । দেখিল ধবলী নাই খুজিল অনেক ঠাই অনুসারে চলিল পাঞ্জিয় ॥ Ꮍ ☾ দেখি সে খুরের চিঙ্গ রতি যাই ভিন্ন ভিন্ন পদ অনুসাবে গেল চলি । রকভানুপুর বনে আীনের ধেনুর সনে ধবলী মিলিয়া গেল ভালি ৷ তাহা যে দেখল ভাই অকথ্য কথন এই ৩০ কহিতে উঠয়ে মনে রাগি । ছায়া সর্ম তা দেখিল বাহির হইয় গেল বুকভান্ন মহলেতে উগি ॥ মঙ্গল ছাড়িয়া আসি সঙ্গে সহচরী দাসী কনক গাগরি লই কাখে । ○Q ধনীর রূপের ছটা কোট চাদ জিনি ঘটা কত সুধা বরিখয়ে মুখে ॥ স্বপ্ন সম দেখি তারে ছায়ার সমান পুবে মোর অঙ্গে আভা আসি বাজে । চণ্ডীদাস কহে ভাথে শুন প্রভু যুদ্ধনাথে ৪০ এ কথা বুঝিবে আন কাজে ॥ হিয়া করে কেন মত—মন কেমন করিতেছে। প্রথম প্রণয়সঞ্চারে হৃদয়ে যে কিরূপ চাঞ্চল্য উপস্থিত স্বয়, প্রণয়ী তাহা বুঝতে পা না বা 總