পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিতা বিশাখ সব সখী সঙ্গে আনিয়া মিলায়া দিব ॥” • এ কথা অনেক বিচার করিতে রসের মাধুর্য্য বড়ি । সুগন্ধ হইলে এ সব জানিলে বুঝিব চাতুরী তারি ॥ ¢(ۍ $o ২৯ • চণ্ডীদাস বলে এ সব জানিলে । চাতুরী রসের সার। রসিক হইলে জানিতে পারয়ে ' কিবা সে কি রস ধার ॥ ৬ । বোধ হয় লিপিকর-প্রমাদ---“চল চল সেই দিগে” হইতে পারে । ঐরাধিকার পূর্বরাগ 8t ধানশী যমুনা যাইয়া শু্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী । বিরলে বসিয়৷ কাদিয়া কাদিয়া ধেয়ায় স্যামরূপ খানি ॥ নিজ করোপর রাখিয়া কপোল মহাযোগিনীর পার। ও ছুটি নয়ানে বহিছে সঘনে শ্রাবণ মেঘেরি ধারা ॥ হেন কালে তথা আইল ললিত। রাই দেখিবার তরে । সে দশ দেখিয়া বেথিত হইয়। তুলিয়া লইলা করে। নিজ বাস निग्न মুছিয়া পুছয়ে মধুর মধুর বাণী। “আজু কেন ধনি হয়েছ এমনি কহবা কি লাগি শুনি। আজনম সুখে হাসি বিধুমুখে কতু না হেরিয়ে আন । আজু কেন বল কঁাদিয়া ব্যাকুল , কেমন করিছে প্রাণ ॥ (t চাচর চিকুর কিছু না সম্বর কেনে হৈলে আগেয়ান ।” চণ্ডীদাস কহে বেজেছে হৃদয়ে শু্যামের পিরীতি বাণ ॥ 8 1 ধেয়ায়—ধ্যান করে । 心 外可-一莎阿由 ১৮ । আন –অষ্ট্ৰ) । 8心

  • श्रशैौान ऊँद्धिः

१ाब्रवौ ঘরের বাহিরে দণ্ডে শতবাব তিলে তিলে আসে যায় । মন উচাটন নিশ্বাস সঘন কদম্ব কাননে চায় ॥ রাষ্ট এমন কেন বা হইল । (f গুরু হুরুজন ভয় না মানিল । কোথা কি দেবতা পাইল. সদাই চঞ্চল বসন অঞ্চল । • সংবরণ নাহি করে। বসি থাকি থাকি উঠয়ে চমকি ভূষণ খুসিয়ে পড়ে।