পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-S og অষ্টাদশ পরিচ্ছেদ । মিশিরের বাড়ি আসিলেন। তাহাকে ডাকিয়াবলিলেন,মিশিরজী, আজ আমার বড় মুখের দিন, বিগুদাদা আজ তার নিজের বাড়ি যাবে। বড় হয়েছে ভাই, কুঁড়ে ঘরে আর তাকে ধরে রাখা शांग्न ने । মিশিরজী আননা প্রকাশ করিলেন। কৈলাসচন্দ্র সতরঞ্চ পাতিয়া বল সাজাইয়া বলিলেন, আজ আমোদের দিনে এস, তোমাকে ছুবাজী মাৎ ক’রে যাই। খেলার প্রারম্ভেই কিন্তু কৈলাসচন্দ্র একে একে বল হারাইতে । লাগিঞ্জেল গুঞ্জ চালিতে নৌকা, নৌকা চালিতে ঘোড়া, এমনি বড় গোলমাল হইতে লাগিল । মিশিরজী কারণ, বাপুজী, শাম Tলক রেশম দুই বহুত গতি হোতা। ক্রমে এক ` • సోక్స్టrఙ বাজীর পর আর এক বাজী శాస్గో షిణే পূঃ রাধিতে বসিলেন, কিন্তু লাল মীট শিল । - হাতে দিয়া বলিলেন, দাদা, মন্ত্রীট, ঠোঙ্গৰে সুর কুল চাব না। পথে আসিতে যাহার সহিত দেখা হইল, তাছাকেই এই মুখবরটা জানাইয়া দিলেন। - আজ সৰ্ব্বকৰ্ম্মেই বুদ্ধের বড় উৎসাহ। কিন্তু কাজ করিতে কাজ পিছাইয়া পড়িতেছে। দাবা খেলার মত বড় ভূ-চুক ইয় যাইতেছে। যত বেলা পড়িয়া আসিতে লাগিল, ভূচুক ততই রাডিয়া উঠিতে লাগিল, সরযু তাহ দেখিয়া গোপনে শতবার চক্ষু ছিল বৃদ্ধের কিন্তু মুখের উৎসাহ কমে নাই, এমন কি সরযু ৰখন দাঁড়ালে ডাকিয়া পদধূলি মাথায় লইয়া কাদিতে লাগিল, - Vad. * వౌ