পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

be একাদশ পরিচ্ছদ তার দোষ নেই, কিন্তু মারের দোষে রেও দোয়ী হয়ে পড়েছে। তবে যার নিজের দোষ নেই, তাকে কি জন্য বিপদগ্রস্ত কাচ ? আমারও উপায় নেই। টাকার জন্য সব করতে হয়। মণিশঙ্কর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, দেখ বাপু, এ দুর্নাম &यंकां★ cश्रृंहण पत्रांभांब्र७ अठारु शब्ञांग्न कशी ।। 5छनॉर्थ बांभांग्न ভ্রাতুষ্পুত্র! রাখালদাস মাথা নাড়ির দৃঢ়ভাবে কহিল, আমি নিরুপায়। সে কথা তোমার দিকে তাকালেই জানা যায়। ধন, টাকা যদি আমি নিজেই দিই, তাহলে কি রকম হয় ? . . . . . ভালই হয় । আর ক্লেশ স্বীকার করে চন্দ্রনাথবাবুর নিকট যেতে হয় না । টাকা পেলেই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে, আর কোন কথা প্রকাশ করবেন, এ নিশ্চয়। l བ་༥atr * छूशंखांब्र । মণিশঙ্কর বাহিয়ে গিয়া মায়েৰ লক্ষ্মীনারাণকে ডাকিয় দুইটুনট কৰা বলিয়া দিলেন, তাহার পর ভিতরে জাসিয়া একহাজার করিয়া দুইখানি নোট বাক্স খুলিয়া রাখালদাসের হাতে দিয়া বলিন, এখান থেকে দশ ক্রোশ দূরে সরকারী খাজনাব, দেখানে ভাঙিয়ে নিয়ে, আর কোথাও ভাঙনি বাবে না। আর