পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( פ\ ) ভ=}দ-নিঙ রাণ পুতুল সোণামণি খোকন চারু — খোকনকে লইয়া সকলের কাড়াকাড়ি । কে আগে আসিয়া খোকনকে কোলে নিবে, কে সকলের চাইতে ভাল জিনিষটুকু খোকনের হাতে দিবে,—সকলের ছুটাছুটি । খোকনের মা নাই । মাসী, পিসী, খুড়ী, জেঠী, দিদি, দিদিমা, মামী, খোকনকে ছাড়িয়া কেহ নড়েন না । খোকনের গায়ে পায়ে গহনা ধরে না ; মাথার টুপিতে মাণিক ঝিক্‌ ঝিক্‌ করে, যত গহনা চিকচিক্‌ করে, জরীর পোষাক জরীর জুতা জরীর চাদর ঝকৃঝক করে। খোকনের জন্য, রাত পোহাইলেই—ক্ষীর, সর, ননী, ছানা, সন্দেশ । খোকন কত খায় কত ছড়ায়। রূপার পুতুল, পিতলের ঘোড়া, কাঠের হাতী, রঙকরা গাড়ী, ভেঁপু, বঁাশী, খোকনের কত কি। খোকন ঘোড়া ফেলিয়া দিয়া গাড়ীতে উঠে, গাড়ী ফেলিয়া দিয়া হাতীতে চড়ে, কত পুতুল ভাঙ্গে, কত বঁাশী ফেলিয়া দেয়। খোকনের কত ভেঁপু মাটিতে গড়ায়, —ছেলেদের উপস্তাস— . S