পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=তীক্ষ– খোকন বাডী আসিতেই এ আসিয়া খোকনকে কোলে নেয়, ও আসিয়া খোকনকে কোলে নেয়, মাসী পিসী সকলে আসিয়া খোকনকে কোলে নেন ; খাবার, খেলনা সকলে ছুটিয়া আনিয়া খোকনের হাতে দেন । খোকনের তখন মুখে হাসি ধরে না । এমনি নিত্য। বাড়ীতে রেকাবে রেকাবে ক্ষীর, ছানা, সন্দেশ তৈয়ার থাকে, খাইয়া, গাড়ী ঘোড়া বঁাশী নিয়া খোকন খেলিতে ছুটে “হেইও ।”—চিহী চি হী—ঘোড়া ছুটে । কি মজা | পে পে। পো বঁাশী বাজে — কি মজা । খেলিয়া টেলিয়া আসিয়া, সন্ধ্যা হইতে না হইতে— ঘুম ! কি মজা । । S8 —ছেলেদের উপন্যাস—