বিষয়বস্তুতে চলুন

পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=চার-= ইহাতে তুষ্টদের মনে মনে আরও রাগ হইল। ভূতো আর নিবারণ বলিল,—“আচ্ছা, দাড়াও, কা’ল দোয়াত চুরি করিব।” দোয়াত বেড়ায় টানান ছিল। চুরি করিতে গিয়া দোয়াতের যত কালি, চোর ভূতোটার মাথায়, মুখে, গায়ে ঢালিয়া পড়িল । ধরা পড়িল । কেমন মজার সাজা হইল । অপমান!—পণ্ডিত মহাশয় দোয়াত-চোরকে সকল শ্রেণীতে শ্রেণীতে নিয়া গিয়া দেখাইলেন,— “দেখ দেখ, চোরের সাজা দেখ ।” অপমানে তুষ্টগুলার, হারুর উপর আরও রাগ হইতে লাগিল । 亨 হায়, হারুর কি দোষ ? হারু কি কোন দিন তাহাদের কোন অনিষ্ট করিয়াছে ? উহারাই তো মিছামিছি হারুর অনিষ্ট করিতে আসিয়া নিজের জবদ হইয়াছে । ছষ্টগুলির এইরূপই হয়। হারুর মন্দ করিতে না পারিয়া চারুর আর যত দুষ্ট ছেলেগুলির, মনে মনে বড়ই দুঃখ হইতে লাগিল। —ছেলেদের উপন্যাস- ૨જે 般